বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

রোগীর স্বজনদের পেটালেন নার্স ও হাসপাতাল কর্মীরা

নড়াইল প্রতিনিধি

নড়াইল আধুনিক সদর হাসপাতালে রোগীর স্বজনদের মারধর করার অভিযোগ উঠেছে নার্স, আউট সোর্সের কর্মী ও ওয়ার্ডবয়দের বিরুদ্ধে। হাসপাতালের গাইনি ওয়ার্ডে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, স্বজনকে মারধর করা নার্স উল্টো নিজেই থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীদের বিরুদ্ধে।

আহতদের অভিযোগ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর  নড়াইলের  লোহাগড়া  উপজেলার  বারইপাড়া গ্রামের সুমাইয়া বেগম পেটব্যথার চিকিৎসা নিতে সদর হাসপাতালে ভর্তি হন। তাকে গাইনি ওয়ার্ডে রাখা হয়। গতকাল হঠাৎ রোগীর পেটে ব্যথা বেড়ে গেলে তার স্বামী ইমরান হোসেন কর্তব্যরত নার্স বিউটি পারভীনকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে ওই নার্সকে ফ্যান মেরামতের কাজে ব্যস্ত অবস্থায় দেখেন। রোগীর অবস্থা খারাপ জানিয়ে ইমরান নার্সকে দ্রুত আসার অনুরোধ করেন। তখন নার্স উল্টো রেগে পায়ের জুতা খুলে ইমরানকে মারধর করেন। এরপর উভয় পক্ষের চেঁচামেচি ও চিৎকারে হাসপাতালের চিকিৎসক আসাদুজ্জামান ও সুব্রত কুমার বিশ্বাস ছুটে আসেন। তাদের সঙ্গে হাসপাতালের অন্য নার্স, আউট সোর্সের কর্মী ও ওয়ার্ডবয় যোগ দেয়। ওয়ার্ডের মধ্যেই রোগীর স্বামীকে বেদম প্রহার শুরু করেন তারা। ইমরানকে রক্ষা করতে গেলে রিমা বেগম নামে রোগীর এক স্বজনকেও মারধর করা হয়। এরপর অভিযুক্ত নার্স নিজেই থানায় ভুক্তভোগীদের বিরুদ্ধে অভিযোগ দিলে পুলিশ আহত রিমাকে আটক করে।

সর্বশেষ খবর