নীলফামারীর ডোমার উপজেলায় দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে মামলা চলছিল বাসিরুল ইসলাম ও হাসিকুল ইসলামের। এর জেরে মারামারিতে বাসিরুলের ছোট ভাই ইদ্রিস আলীর (৬৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হরিণচড়া ইউনিয়নের পূর্ব হরিণচড়া বটতলী বাজার এলাকায় মারামারি হয়। নিহত ইদ্রিস ওই এলাকার মৃত ছপির উদ্দিনের ছেলে। নিহতের ছেলে সহি কালাম বলেন, আমাদের সঙ্গে কোনো ঝামেলা ছিল না। আমার বাবার চাচাতো ভাই বাছিরুল ইসলাম ও প্রতিবেশী হাসিকুল ইসলাম কবিরাজের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। মঙ্গলবার মাগরিবের আজানের সময় হাসিবুল আমার চাচাকে অকথ্য ভাষায় গালাগাল করেন। তাকে গালাগাল করতে নিষেধ করায়, তারা ৮-১০ জন লাঠিসোটা নিয়ে আমার বাবার ওপর হামলা করেন। আমি বাবাকে উদ্ধার করতে গেলে আমাকেও তারা বেধড়ক মারধর করেন। এলাকাবাসী এসে বাবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।