সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

কলাপাড়ায় জাল বুননের সুতা থুরিয়া ও চাকুই সম্বল

কলাপাড়া প্রতিনিধি

কলাপাড়ায় জাল বুননের সুতা থুরিয়া ও চাকুই সম্বল

মা ইলিশ রক্ষায় সরকারিভাবে ইলিশ ধরা, পরিবহন ও বিক্রিতে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। এ কারণে পটুয়াখালীর কলাপাড়ার জেলেরা ট্রলার নিয়ে যাচ্ছেন না ইলিশ শিকারে। তাই সাগর কিংবা নদীতে মাছ ধরা নৌকা ও ট্রলারের দেখা মিলছে না। অবরোধ শেষ হওয়ার সময় যতই ঘনিয়ে আসছে, ততই ব্যস্ত হয়ে পড়ছেন জেলেরা। আর আগেভাগেই আগাম প্রস্তুতি নিয়ে রাখছেন তারা। অলস সময় পার না করে ঘাটে থাকা এসব জেলে বিরামহীন কাজ করছেন। জাল বুননের সুতা, থুরিয়া ও ধারালো চাকুই এখন তাদের যেন সম্বল। কেউ পুরনো জাল কেটে-ছিঁড়ে নতুন করছেন। কেউ নতুন জাল বুনছেন। কেউ বা আবার নতুন জালে দড়ি লাগানোর কাজে ব্যস্ত সময় পাড় করছেন। অনেকেই ট্রলার মেরামত কিংবা নতুন করে নির্মাণ করছেন। এমন চিত্র উপজেলার মৎস্য অবতরণ কেন্দ্র আলীপুর-মহিপুর, গঙ্গামতি, ঢোস, খাজুরাসহ জেলে পল্লীগুলোতে দেখা গেছে। কথা হয় জেলে খলিলুর রহমানের সঙ্গে। সে ধুলাসার ইউনিয়নের বাসিন্দা। সাগর পাড়ে ঝাউ বনের পাশে বসে পুরনো কাটাছেঁড়া জাল ঠিক করছিলেন। তিনি বলেন, বৈরী আবহাওয়ায় সাগরে মাছ শিকারে গিয়ে জালের অনেক ক্ষতি হয়েছে। এবার কাক্সিক্ষত ইলিশ ধরা পড়েনি। মহাজনের দাদনের টাকাও পরিশোধ করতে পারিনি। নতুন করে জাল কেনার পুঁজি না থাকায় বাধ্য হয়ে ছেঁড়া জাল সেলাই করে প্রস্তুত রাখছি।

সর্বশেষ খবর