ফেনী জেনারেল হাসপাতালের বিভিন্ন রোগীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ পাওয়া গেছে কয়েকজন ডাক্তারের বিরুদ্ধে। ডাক্তারদের দেখিয়ে দেওয়া ডায়াগনস্টিক সেন্টার থেকে বিভিন্ন পরীক্ষা না করায় তাদের সঙ্গে এমন আচরণ করা হয় বলে জানা গেছে। ফেনী জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি রোগী হোসনেয়ারা বেগমকে গত রবিবার দেখতে যান ডা. দেওয়ান মুশফিকুর রহমান। হোসনেয়ারার ভাই জানান, আগের দিন এই ডাক্তার কিছু টেস্ট করার জন্য একটি ক্লিনিকের নাম লেখে দেন। তার পরিবারের সদস্যরা অন্য ক্লিনিক থেকে টেস্ট করে নিয়ে আসায় তিনি মুখের ওপর ফাইল ছুড়ে মারেন। ডাক্তার ফাইল না দেখে ও তার কোনো চিকিৎসা না দিয়ে চলে যান। ডা. দেওয়ান মুশফিকুর রহমানের বিরুদ্ধে একই অভিযোগ করেন ২ সেপ্টেম্বর ফুলগাজীর দৌলতপুর গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা ছোকিনা বেগমের ছেলে শফিউল্যাহ। হাসপাতাল এলাকার বাসিন্দা আলাউদ্দিন জানান, এই চিকিৎসক এভাবে অনেক রোগীকে অপমান করেছেন। অভিযোগের বিষয়ে দেওয়ান মুশফিকুর রহমান বলেন, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। কেউ হয়তো চক্রান্ত করছে। হাসপাতালের পরিবেশটা আসলে ভালো না। আমি বেশির ভাগ পরীক্ষায় ডিসকাউন্ট লিখে দিই। ভালো জায়গায় যেতে বলি, এটা অনেকের স্বার্থে লেগে যায়। আগেও তারা অনেক কিছু করার চেষ্টা করেছে। ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিফ ইকবাল বলেন, ডাক্তারের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ পাইনি। ভুক্তোভোগীরা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।