‘মনু নদের ভাঙন থেকে কুলাউড়া, রাজনগর ও মৌলভীবাজার সদর রক্ষা’ প্রকল্পের অনিয়মের একাধিক প্রতিবেদন আসে বাংলাদেশ প্রতিদিনে। মেগা প্রকল্পের অনিয়ম তদন্তে এবার মাঠে এসেছে পানি উন্নয়ন বোর্ড। ২০ অক্টোবর পানি উন্নয়ন বোর্ডের একটি তদন্ত কমিটি মনু ভাঙন প্রকল্পটি তদন্ত করতে আসেন। ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) হবিগঞ্জ সমন্বিত কার্যালয় ও সরকারের অন্য আরেকটি সংস্থা ওই প্রকল্পের কাজ তদন্ত করেছে। কিন্তু এখনো গুণগত মানের কাজ হচ্ছে না।
হাজার কোটি টাকা কাজ তছরুপে ব্যস্ত নির্বাহী প্রকৌশলী। এদিকে হাজার কোটি টাকার ওই প্রকল্পের কাজ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে করেছেন স্থানীয়রা। স্থানীয়রা আরও বলছেন, একের পর এক তদন্ত এলেও কাজের কোনো পরিবর্তন হচ্ছে না। জেলার সচেতন মহল মনে করছেন, তদন্তের নামে অনেকটা বাণিজ্য হচ্ছে। এ বিষয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মৌলভীবাজার পওর সার্কেলের তত্ত্বাবধায়ক কে এম জহুরুল হক বলেন, ঢাকা থেকে বোর্ডের নির্দেশনায় একটি টিম এসে প্রকল্পের কাজ তদন্ত করে গেছেন। প্রতিবেদন জমা দেওয়ার আগে কিছু বলা যাচ্ছে না। তদন্তে একজন তত্ত্বাবধায়ক ছিলেন। অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিয়ন) মো. মাহবুর রহমান এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির কথা স্বীকার করে বলেন, তদন্ত কাজ চলমান রয়েছে। অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে।