ঠাকুরগাঁওয়ে লাইসেন্সবিহীন ক্লিনিক পরিচালনা করার অপরাধে একটি অবৈধ ক্লিনিকে সিলগালাসহ মালিককে চার মাসের জেল ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শহরের সরকার পাড়ায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, শহরের সরকার পাড়ায় নাম ও লাইসেন্সবিহীন একটি অবৈধ ক্লিনিক পরিচলনা করায় ক্লিনিক মালিক মাহবুবুর রহমান সুমনকে (৩২) চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
একই অভিযোগে বাড়ির মালিক কামরুজ্জামানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।