নওগাঁয় আত্মহত্যায় প্ররোচনা মামলায় বকুল হোসেন নামে একজনের সাত বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মেহেদী হাসান তালুকদার গতকাল এ রায় দেন। জানা যায়, বদলগাছী উপজেলার গোপালপুর গ্রামের নাজমা আক্তারকে কলেজে আসা-যাওয়ার পথে একই গ্রামের বকুল হোসেন উত্ত্যক্ত করত। ২০০৭ সালের ৭ জুন বিকালে নাজমা বাড়ির পাশে গাছের নিচে পড়ে থাকা আম কুড়াতে গেলে তার শ্লীলতাহানি করে বকুল। নাজমা বাড়ি এসে তার বাবাকে জানান।
বিচার না পেয়ে ঘটনার তিন দিন পর ১০ জুন বিষপানে আত্মহত্যা করেন নাজমা। এ ঘটনায় ছাত্রীর ভাই বাদী হয়ে বকুল হোসেনকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা বকুল ছাড়া বাকি তিনজনের কোনো সম্পৃক্ততা না পাওয়ায় একমাত্র আসামি করে আদালতের প্রতিবেদন দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মকবুল হোসেন।