বুধবার, ৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

সড়কে নিম্নমানের সামগ্রী বাধা দেওয়ায় মারধর

ঠাকুরগাঁও প্রতিনিধি

সড়কে নিম্নমানের সামগ্রী বাধা দেওয়ায় মারধর

চলছে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ীবাজার-পাড়িয়াবাজার সড়ক সংস্কার কাজ

বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের লাহিড়ীবাজার থেকে পাড়িয়া ইউনিয়নের পাড়িয়াবাজার পর্যন্ত পাকা রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। গতকাল সকালে সরেজমিন গেলে এমন অভিযোগ করেন স্থানীয়রা। এর আগে শুক্রবার নিম্নমানের কাজে বাধা দিলে ঠিকাদারের লোকজন ও স্থানীয়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাস্তা সংস্কারে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের ইট ব্যবহার করছে। তাছাড়া দুই পাশে মাটি না ফেলেই দায়সারা কাজ করছেন। নিম্নমানের কার্পেটিং করা হচ্ছে। এসবের প্রতিবাদ করলে ঠিকাদারের লোকজন আমাদের ওপর চড়াও হয়েছেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন বলছেন, রাস্তার কাজে বাধা দিয়ে চাঁদাবাজি করতে আসায় হাতাহাতি হয়েছে। তবে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি স্বীকার করেছেন তারা। উপজেলা প্রকৌশল অধিদফতর সূত্রে জানা যায়, লাহিড়ীবাজার থেকে পশ্চিম দিকে পাড়িয়াবাজার পর্যন্ত পাঁচ দশমিক এক কিলোমিটার রাস্তা সংস্কার হচ্ছে। ইমরান হোসেন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেলেও মেসার্স রহমান এন্টারপ্রাইজের হয়ে সহকারী ঠিকাদার আসাদুজ্জামান লাভলু কাজটি বাস্তবায়ন করছেন। লাহিড়ী এলাকার নয়ন, জয়নাল, ফারুকসহ কয়েকজন জানান, নিম্নমানের কার্পেটিং, খোয়া ব্যবহার হচ্ছে সংস্কার কাজে। এসবের প্রতিবাদ করলে স্থানীয় লোকজনকে মারধর করেছে ঠিকাদারের লোকজন। এখন উল্টো চাঁদাবাজির অভিযোগ দিয়ে ঠিকাদার আমাদের বিরুদ্ধে মামলা করবেন বলে শুনেছি। মেসার্স রহমান এন্টারপ্রাইজের সহকারী আসাদুজ্জামান বলেন, স্থানীয় কিছু চাঁদা নিতে এসেছিলেন। তারা কাজ বন্ধ করতে চেয়েছিলেন আমরা প্রতিরোধ করেছি। নিম্নমানের কাজের বিষয়ে তিনি বলেন, নির্মাণসামগ্রীর দাম অনেক বেড়েছে। ইট পাওয়া যাচ্ছে না। পাবনা থেকে ইট এনে রাস্তার কাজ করা হচ্ছে। দুই-একটা ইটে সমস্যা রয়েছে। উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম বলেন, নিম্নমানের কাজ ও রাস্তা সংস্কারে বাধা দুটো অভিযোগ শোনা যাচ্ছে। রাস্তার কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠান বিল পাবে না। সরকারি কাজে বাধা দিলে ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ খবর