সোমবার, ২১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

নতুন আলু ৬০ টাকা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিভিন্ন উপজেলার বিভিন্ন বাজারে প্রতিকেজি নতুন আলু বিক্রি হচ্ছে ৬০ টাকায়। বাজারে আলুর সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। হাকিমপুরে দুই দিন আগেও প্রতি কেজি আলুর দাম ৮০ টাকা ছিল কিন্তু গতকাল তা ৬০ টাকায় নেমে আসে। আবার দিনাজপুর শহরের বাজারে প্রতি কেজি ১২০ টাকা বিক্রি হলেও তা গতকাল নেমেছে প্রতি কেজি ৬০-৭০ টাকায়।

দাম বেশি হওয়ায় নিম্ন আয়ের মানুষ কিনতে না পারলেও ব্যবসায়ীদের দাবি দুই-এক সপ্তাহের মধ্যে মাঠ থেকে আগাম জাতের নতুন আলু বাজারে সরবরাহ বাড়লেই দাম কমে যাবে। অবশ্য দাম ভালো পাওয়ার আশায় বাজারে আগাম এসেছে অপরিপক্ব নতুন আলু। তবে এ মাসের শেষের দিকে বাজারে আগাম জাতের আলুর সরবরাহ বাড়বে এবং দামও ক্রেতার সাধ্যের মধ্যে আসবে বলে ব্যবসায়ীরা জানান। কৃষকরা বলছেন, এটি আগাম জাতের আলু উঠতে শুরু করলেও এখনো অনেকে আলু রোপণ করছেন কিংবা মাঠে রয়েছে। আরমানসহ কয়েকজন ক্রেতা বলছেন, শীত মৌসুম শুরু হওয়ায় বাজারে আসা নতুন আলু বাজারের প্রতিটি সবজির দোকানে অন্যান্য সবজির সঙ্গে দেখা যায়। আলুর দাম বেশি হলেও ক্রেতারা নতুন আলুর স্বাদ নিতে কমবেশি কিনছেন। পুরাতন আলুর স্বাদের তুলনায় স্বাদ অনেক বেশি নতুন আলুতে, সবজি, মাছ দিয়ে রান্নায় অনেক মজা তাই দাম বেশি দিয়েই এ আলু কিনছেন অনেকে। বাজার করতে আসা মোসলেমা বেগম জানান, দুই দিন আগেও তিনি বাজারে এসে নতুন আলু ১২০ টাকা কেজি দরে কিনেছিলেন। এখন সেই আলু ৬০ টাকা কেজি। আশা করছি, বাজার সুষ্ঠুভাবে তদারক করলে প্রতিটি পণ্যই কম দামে কিনতে পারব। বিক্রেতা সাঈদ জানান, বাজারে পর্যাপ্ত পরিমাণে শীতকালীন সবজি সরবরাহ রয়েছে। দাম রয়েছে নাগালের মধ্যে। তবে অন্যান্য সবজির চেয়ে নতুন আলুর দাম কিছুটা বেশি। প্রথমদিকে অন্য জেলা থেকে নতুন আলু আশায় দাম বেশি থাকে। তবে এখানকার আলু উঠা শুরু হলে দাম কমে যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর