সোমবার, ২১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

রেলের জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ দাবি

সৈয়দপুর প্রতিনিধি

অবৈধ দখলদারদের হাত থেকে রেলভূমি উদ্ধারের দাবিতে গতকাল দুপুরে সৈয়দপুরে মানববন্ধন হয়েছে। সচেতন নাগরিক সমাজের ব্যানারে শহরের গোলাহাট এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন কর্মসূচি। মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড রুহুল আলম মাস্টার ও সচেতন নাগরিক সমাজের নেতারা। বক্তারা বলেন, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান ভূ-সম্পদ কর্মকর্তা মো. নুরুজ্জামানের গাফিলতি ও দায়িত্বহীনতার কারণে সৈয়দপুর রেলওয়ে ভূ-সম্পদ দখলের মহোৎসব চলছে। এ জন্য ওই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে রেলওয়ে ভূমিতে গড়ে তোলা বহুতল ভবন মালিকদের বিরুদ্ধে দুদকের জারিকৃত নোটিসের কর্মকান্ড দ্রুত শুরু করতে দাবি উত্থাপন করা হয়।

তাছাড়াও দুদকের সৎ ও যোগ্য কর্মকর্তা শরীফ উদ্দিনকে পুনরায় চাকরিতে বহাল, দুর্নীতি এবং সত্য সংবাদ প্রকাশকারী সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার বিষয়টিও ওই মানববন্ধন থেকে দাবি তোলা হয়। এ ছাড়াও বক্তারা তাদের বক্তব্যে বলেন, ধনী দখলদারদের কবল থেকে উদ্ধার হওয়া রেলভূমিতে মার্কেট নির্মাণ করে তা গরিব ছোট ও মাঝারি ব্যবসায়ীদের মধ্যে বরাদ্দের দাবি করা হয়। এতে প্রতি বছর রেল কর্তৃপক্ষ কয়েক শ কোটি টাকা রাজস্ব পাবে।

সর্বশেষ খবর