সোমবার, ২১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

জেলা বিএনপি কার্যালয়ের পাশ থেকে পেট্রোলবোমা উদ্ধার 

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে বিএনপি কার্যালয়ের পাশ থেকে পাঁচটি ককটেল ও দুটি পেট্রোলবোমা সাদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে। এর আগে গত শনিবার রাত পৌনে ৯টার দিকে গোপালপুর বাজারের বটতলা এলাকায় অবস্থিত উপজেলা ও পৌরসভা বিএনপি কার্যালয়ের পাশ থেকে লালপুর থানা পুলিশ ওইসব বিস্ফোরক উদ্ধার করে বলে নিশ্চিত করেন লালপুর থানার ওসি। এসব মামলায় গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলামসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত মোট ২৫ জনের নামে দুটি পৃথক মামলা হয়েছে। ঘটনার পর থেকে বিএনপির ওই কার্যালয়ে তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে। পুলিশ জানায়, এর আগে শনিবার রাতে দুর্বৃত্তরা বিএনপি কার্যালয়ে ভাঙচুর করে।

এ সময় ওই এলাকায় হট্টগোলও হয়। এ সময় একটি ককটেলেরও বিস্ফোরণ হয় বলে স্থানীয়দের বরাদ দিয়ে জানান ওসি। তবে ভাঙচুরের ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগ একে অন্যকে দায়ী করছে। পরে পুলিশ গিয়ে কার্যালয়ের পাশ থেকে ককটেল ও পেট্রোলবোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে। এ ঘটনায় গভীর রাতে পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি ও নেওয়াজ শরীফ বিকি নামে যুবলীগের এক নেতা বাদী হয়ে আরও একটি মামলা করেছেন। লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান, বিস্ফোরক উদ্ধার ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার তদন্তকে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর