দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের ক্লার্কড্রপসে নোয়াখালীর এক ব্যবসায়ী মুজাহিদুল ইসলাম রাসেলকে (৪০) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের হেদায়েত উল্লাহর ছেলে। গতকাল এ খবর গ্রামের বাড়িতে পৌঁছলে পরিবারে শোকের ছায়া নেমে আসে। মোহাম্মদপুর ইউপি সদস্য সানা উল্যাহ নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, রাসেল ২০ বছর আগে দক্ষিণ আফ্রিকা যান। দেশটির কানন শহরে তিনি ব্যবসা শুরু করেন এবং স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। ২১ নভেম্বর রাসেল নিজের গাড়িতে নর্থ ওয়েস্ট প্রদেশের ক্লার্কড্রপসে শহরে পাওনা টাকা আদায়ে গেলে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করে লাশ গাড়িসহ জঙ্গলে ফেলে রেখে যায়।