দিনাজপুরের বিরলে স্কুলের পরিত্যক্ত ভবনের কক্ষ থেকে বস্তাবন্দি অবস্থায় দুই ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাশ দুটি পাওয়া যায়। নিহতরা হলো- বিরল পৌরসভার শংকরপুর ঘোড়ানী গ্রামের শরিফুল ইসলামের ছেলে রিমন (৭) ও ইমরান (৩)। বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষে লাশ পড়ে থাকতে দেখে ৯৯৯-এ ফোন দেন স্থানীয়রা। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে পরিবার সূত্রে জানা যায়। বিরল থানার ওসি জানান, ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।