সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

লোকালয়ে ইটভাটা, পুড়ছে কাঠ

আল-মামুন সাগর, কুষ্টিয়া

লোকালয়ে ইটভাটা, পুড়ছে কাঠ

দৌলতপুরের এক ভাটায় পোড়ানোর জন্য কাঠের স্তূপ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ২৯টি ইটভাটার মধ্যে ২৮টিই অবৈধভাবে পরিচালনার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ২০টি ভাটা গড়ে উঠেছে লোকালয় ও ফসলের মাঠ নষ্ট করে। এসব ভাটায় ইট তৈরির জন্য কাটা হয় জমির উপরিভাগের মাটি। অনেকে আবার ভাটায়ই বসিয়েছেন কাঠ কাটার কল। শুধু দৌলতপুরই নয়, কুষ্টিয়ার অন্য পাঁচ উপজেলায়ও অবৈধ ইটভাটায় লাখ লাখ টন কাঠ পোড়ানো হয়। দৌলতপুরের স্বরূপপুর-বাজুডাঙ্গা এলাকায় কয়েকটি ইটের ভাটায় গিয়ে দেখা যায়, কাঠ দিয়ে পোড়ানো হচ্ছে ইট। এসব ভাটা গড়ে তোলা হয়েছে ফসলি জমিতে। এখানকার নুরী ব্রিক্সের স্বত্বাধিকারী বজলুর রহমান ওরফে কটা বলেন, আমার কোনো কাগজপত্র  নেই। এভাবেই চালিয়ে যাচ্ছি। উপজেলার শাদীপুর ফসলের মাঠ এখন ইটভাটার দখলে। এ এলাকায় রয়েছে পাঁচটি ভাটা। যার মধ্যে একটিতে কয়লার জ্বালানি আয়োজন থাকলেও তা অব্যবহৃত। এখানে কমবেশি সব ভাটায় স-মিল বসিয়ে গাছ কেটে জ্বালানি তৈরি করা হয়। আল সালেহ লাইফ লাইন ব্রিক্সের স্বত্বাধিকারী মামুন বলেন, আমার দুটি ভাটা রয়েছে। একটি কয়লায় চলে আরেকটি খড়িতে। বিশ্বাস ব্রিক্সের পরিচালক আনোয়ারুল ইসলাম জানান, মালিকদের ঐক্য নেই। যে যার মতো ছন্নছাড়া হয়ে ব্যবসা করছেন। কোনো অভিভাবক নেই যিনি ইতিবাচকভাবে পরিবর্তনের বিষয়ে সম্মিলিত উদ্যোগ নেবেন। ডাংমড়কা এলাকার তিনটি ফসলের মাঠে ইটভাটা চারটি। ইট বানানো ও পোড়াতে সবাই নির্ভরশীল ফসলি জমির মাটি এবং কাঠের ওপর। সূত্রমতে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ইট পোড়ানোর একেক মৌসুমেই কমপক্ষে ১ লাখ টন খড়ি প্রয়োজন হয়। যার চলতি বাজারমূল্য অন্তত ৪০ কোটি টাকা। দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, এসব ইটভাটা দীর্ঘদিন ধরে চলছে। ফসলি জমি নষ্ট করে গড়ে উঠেছে বেশির ভাগ ভাটা। কুষ্টিয়া পরিবেশ অধিদফতরের উপপরিচালক আতাউর রহমান বলেন, জেলায় ১৬৮টি ইটভাটা রয়েছে। এর মধ্যে মাত্র ২২টি বৈধ। দৌলতপুরে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নেওয়া ইটভাটা একটি। বাকি ২৮টি ভাটা অবৈধ। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধিত ২০১৯ অনুযায়ী সবাইকে এসব অবৈধ ইটভাটা বন্ধে নোটিস পাঠানো হয়েছে। অবৈধ ভাটা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল জব্বার বলেন, পরিবেশের জন্য হুমকি স্বরূপ এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে। 

সর্বশেষ খবর