শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ভারতীয় সহকারী হাইকমিশনারের টিএমএসএস কার্যক্রম পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় টিএমএসএসের কার্যক্রম পরিদর্শন করেছেন ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। বুধবার টিএমএসএস পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান ও কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় টিএমএসএস মেডিকেল কলেজে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীদের সঙ্গে

মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন। মেডিকেল কলেজের প্রফেসর এ কে এম মাসুদুর রহমান হলে অনুষ্ঠিত মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভারত-বাংলাদেশের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিকসহ বিভিন্ন বিষয়ে মিল রয়েছে। দীর্ঘদিন ধরে দুই দেশের পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে যে সম্পর্ক গড়ে উঠেছে তার ভিত অত্যন্ত মজবুত। আগামীতেও এ সম্পর্ক বজায় থাকবে। এ সময় বক্তব্য রাখেন- টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা হোসনে আরা বেগম, ডা. মতিউর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ডা. জামিলুর রহমান প্রমুখ। পরে প্রধান অতিথি ভারতীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

সর্বশেষ খবর