বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ভারত-বাংলাদেশ চক্ষু চিকিৎসকদের অংশগ্রহণে বার্ষিক কনফারেন্স

গোপালগঞ্জ প্রতিনিধি

ভারত-বাংলাদেশের চিকিৎসকদের অংশগ্রহণে গোপালগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রথম বার্ষিক কনফারেন্স হয়েছে। বঙ্গমাতা চক্ষু হাসপাতাল ও অফথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের যৌথ আয়োজনে কনফারেন্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা এবং কমিউনিটি ক্লিনিক চেয়ারম্যান প্রফেসর ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। বঙ্গমাতা চক্ষু হাসপাতাল হলরুমে গতকাল এ কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন এশিয়া প্যাসিফিক একাডেমি অব অফথালমোলজিক্যালের প্রেসিডেন্ট প্রফেসর আভা হোসেন। প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসীর সভাপতিত্বে কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্য দেন অফথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট প্রফেসর এ কে এম এ মুক্তাদির, স্বাস্থ্য অধিদফতরের অবসরপ্রাপ্ত মহাপরিচালক এ এইচ এম এনায়েত হোসেন, ভারতের চক্ষু বিশেষজ্ঞ পাতাঞ্জেলি দেব নায়ার, ডা. সুরাজ সিং সেনজাম। কনফারেন্সে বাংলাদেশ ও ভারতের চক্ষু বিশেষজ্ঞসহ শতাধিক চিকিৎসক অংশ নেন। সভায় বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২ জেলার মানুষের চক্ষুসেবা দিয়ে আসছে এ প্রতিষ্ঠান। আউটডোরে প্রতিদিন ৬০০-৭০০ রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

 

সর্বশেষ খবর