শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

পবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

পবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

পবিপ্রবিতে ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতা-কর্মী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ছাত্রলীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে আটজনকে পবিপ্রবির মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৯টা থেকে চলে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে বুধবার সন্ধ্যায় পবিপ্রবি ছাত্রলীগ সভাপতি আরাফাত ইসলাম খান সাগরের নেতৃত্বে ২ শতাধিক নেতা-কর্মী ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করেন। মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় ক্যাম্পাস ছাত্রলীগের জুনিয়র ৪-৫ জন কর্মীর সঙ্গে পদবঞ্চিত রাব্বি সিকদারের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাস ছাত্রলীগ ও পদবঞ্চিতদের গ্রুপে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন, থানা পুলিশ রাত সাড়ে ১০টায় ক্যাম্পাসে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ নেতা-কর্মী আহত হন। ছাত্রলীগ সভাপতি আরাফাত ইসলাম খান সাগর জানান, জুনিয়র কর্মীদের সঙ্গে বাক-বিতন্ডায় এমন অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সন্তোষ কুমার বসু বলেন, উভয় পক্ষের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়েছে।

সর্বশেষ খবর