শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

রাস্তা চলার উপযোগী করার দাবি গ্রামবাসীর

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে রাস্তা চলাচলের উপযোগী করার দাবিতে মানববন্ধন হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গতকাল ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে শতাধিক গ্রামবাসী অংশ নেন। স্থানীয়রা জানান, ইউনিয়নের পশ্চিম বড়ুয়া গ্রামে ১০০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে পাকা দেয়াল নির্মাণ করেছেন মুকুল রায় ও তার ভাই গোকুল রায়। রাতারাতি তারা রাস্তা বন্ধ করে উঁচু দেয়াল করায় চলাচলে ভোগান্তিতে পড়েছে অর্ধশত পরিবার। তারা জানান, ইউনিয়ন পরিষদের নকশায় সরকারি রাস্তাটি বড়ুয়া মৌজার এসএ রেকর্ডের ৯৪, ২২৫ ও ৮৪৭ দাগের মধ্যবর্তী অবস্থানে রয়েছে। যা গ্রামবাসী শত বছরের অধিক সময় ধরে ব্যবহার করে আসছেন। সম্প্রতি মুকুল রায় প্রভাব খাটিয়ে ওই সরকারি রাস্তা নিজের জমি দাবি করে বন্ধ করে দেন। মানববন্ধনে রনবীর চন্দ্র, সুধীর রায়সহ অনেকে অভিযোগ করেন।

 বলেন, মুকুল রায় ও গোকুল রায় মিলে গত ২৪ নভেম্বর ওই রাস্তার ওপর কৌশলে সংগীত অনুষ্ঠানের আয়োজন করে। পরে সেখানে উঁচু পাকা দেয়াল নির্মাণ করে চলাচলের রাস্তাটি বন্ধ করে দেন। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েও কাজ না হওয়ায় আমরা মানববন্ধনে দাঁড়িয়েছে।

সর্বশেষ খবর