মাদারীপুরে ড্রেজার ব্যবসার দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে। গতকাল সকালে সদর উপজেলার মহিষেরচর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। আহতরা হলেন- জামাল, শাহীন, সোহেল ও শিহাব।