শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

বগুড়ার শেরপুরে বারোদুয়ারী হাটের জায়গা দখলে নিয়ে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। সরকারি জায়গা বেদখল হয়ে যাওয়ায় দিন দিন হাটের পরিধি কমছে। এতে লাখ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। জানা যায়, শেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খন্দকারপাড়া হাটখোলায় অবস্থিত বারোদুয়ারী হাট। ২ একর ৭৮ শতক আয়তনের সরকারি এ হাটের জায়গা দখল করে কয়েকদিন ধরে পাকা ঘর নির্মাণ করছেন স্থানীয় প্রভাবশালীরা। এলাকাবাসীর দাবি, হাটের ৮-১০ শতক জায়গা দখলে নিয়ে এ স্থাপনা তৈরি করা হচ্ছে। প্রশাসনের লোকজন বিষয়টি জেনেও ব্যবস্থা নিচ্ছেন না এমন অভিযোগ তাদের। হাটে আসা পিঁয়াজ ব্যবসায়ী সোলায়মান আলী বলেন, কিছুদিন আগেও ফাঁকা জায়গায় নিয়মিত দোকান বসে বেচাকেনা হচ্ছিল। সেই জায়গা দখলে নিয়ে স্থাপনা তৈরি করায় হাটের জায়গা সংকুচিত হয়ে পড়েছে। শেরপুর পৌরসভার উপসহকারী কর্মকর্তা (ভূমি) আবদুস সালাম বলেন, এর আগে হাটের জায়গায় স্থাপনা নির্র্মাণের খবর পেয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে হাটের জায়গা দখল করে ভবন নির্মাণের বিষয়টি জানা নেই। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। শেরপুরের ইউএনও সানজিদা সুলতানা বলেন, ‘আমি এ উপজেলায় সদ্য যোগদান করেছি। অনেক বিষয় এখনো অজানা। হাটের সরকারি জায়গা দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। কেউ এটা করলে ওই স্থাপনা ভেঙে দেওয়া হবে।’ শেরপুর পৌর মেয়র জানে আলম খোকা বলেন, ‘হাটের জায়গা বুঝে পেতে মাপজোখ প্রয়োজন। এজন্য উপজেলা ভূমি অফিসে আবেদন করা হয়েছে। এরপর অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর