রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

নারায়ণগঞ্জে ডাকাত দলের সঙ্গে নৌপুলিশের বন্দুকযুদ্ধ, গ্রেফতার ৮

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীর ধলেশ্বরী নদীতে বন্দুকযুদ্ধের পর ধাওয়া করে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেফতার করেছে বক্তাবলী নৌপুলিশ ফাঁড়ির একটি টিম। এ সময় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার বক্তাবলী ফেরিঘাটের উত্তর পাশে কনকর্ড তেল পাম্পের পূর্বপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি গতকাল বিকালে নিশ্চিত করেন বক্তাবলীর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ নান্নু মিয়া। তারা হলেন- ময়না খান (৩০), বাবুল হক (৫৫), আরাফাত হাওলাদার (৩০), হারুন বেপারী (৫৫), হৃদয় খান (২১), শাহ আলম (৫০), শাহ জাহান (৫২), সোজাত হাওলাদার (৪০)। পুলিশ জানায়, ফতুল্লার বক্তাবলী ধলেশ্বরী নদীতে একটি ট্রলারে ডাকাতি হচ্ছে এমন খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। তাদের দেখে একটি ট্রলারে থাকা ১২-১৫ জন পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে মুক্তারপুরের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে পুলিশও পাল্টা তিন রাউন্ড গুলি নিক্ষেপ করে। পরে ধাওয়া করে আট ডাকাতকে গ্রেফতার করা হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশের দুজন সদস্য আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

সর্বশেষ খবর