মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মানিকগঞ্জে বাজুসের মতবিনিময় সভা

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে বাজুসের মতবিনিময় সভা

বাজুসের মতবিনিময় সভায় অতিথিরা-বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা হয়েছে। শহরের আশা কমিউনিটি সেন্টারে গতকাল মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুসের সাবেক সভাপতি ও চেয়ারম্যান, স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং ডা. দিলীপ কুমার রায়। সভায় আগামী তিন বছরের জন্য আবদুস সালামকে মানিকগঞ্জ জেলা বাজুসের সভাপতি এবং তপন নাগকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে দিলীপ কুমার বলেন, জুয়েলারি শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য এবং এই শিল্পকে আরও গতিশীল করার জন্য স্বর্ণ নীতিমালা প্রণোয়ন করা হয়েছে। নীতিমালা বাস্তবায়ন করে সংগঠনের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে বাংলাদেশ স্বনির্ভর হবে। আমরা বিদেশি অলংকার আর আমদানি হতে দেব না। কারণ আমাদের নতুন নতুন ইন্ডাস্ট্রি গড়ে উঠছে। এসব শিল্প ইন্ডাস্ট্রির মাধ্যমে যে স্বর্ণ অলংকার তৈরি হবে তা দিয়ে বাংলাদেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করব। গার্মেন্টস শিল্পের পরই এই শিল্পে (স্বর্ণ) বৈদেশিক মুদ্রা অর্জন করবে, রাজস্ব বাড়াবে। অনুষ্ঠানে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন অ্যান্টি স্মাগলিং অ্যান্ড ল এনফোর্সমেন্টের ভাইস চেয়ারম্যান বিধান মালাকার, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং জয়নাল আবেদীন খোকন, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড মেম্বরশিপ রিপনুল হাসান, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, পৌরসভার প্যানেল মেয়র আবদুর রাজ্জাক রাজাসহ জেলা ও উপজেলা পর্যায়ের স্বর্ণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর