শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ভাস্কর্য ভাঙচুর, দুই আসামি খালাস

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর মামলায় আসামি মাদরাসার শিক্ষক ইউসুফ আলী (২৮) ও আল আমিনকে (২৮) খালাস দিয়েছেন আদালত। গতকাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ আবু তাহের এই রায় দেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, অপরাধ সংগঠনে কোনো সম্পৃক্ততা না পাওয়ায় আদালত দুই আসামিকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে।

এ ঘটনায় মিঠুন (২০) ও নাহিদ (২১) কারাগারে রয়েছেন।

 কুষ্টিয়া শিশু আদালতে তাদের মামলা বিচারাধীন রয়েছে। তারা একই মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। মিঠুনের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার শিংপুর গ্রামে। এ ছাড়া নাহিদের বাড়ি জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর (গোলাবাড়িয়া) এলাকায়।

সর্বশেষ খবর