শিরোনাম
বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

এক রাতে ৩০ সিএনজি অটোরিকশায় ডাকাতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ওরস থেকে ফেরার পথে ৩০টি সিএনজিচালিত অটোরিকশা আটকে যাত্রীদের কাছ থেকে মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। আবারও ডাকাতি করতে গিয়ে ছয়জন র‌্যাবের হাতে আটক হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৈরতলায় র‌্যাব-৯ এর কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আটকরা হলেন,  আবুল কালাম, জসিম উদ্দিন, রিপন মিয়া, লাভলু, মাহমুদুল হাসান ও সবুজ সরকার। 

সংবাদ সম্মেলনে র‌্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মুমিনুল হক জানান, প্রতিবছর ২৬ জানুয়ারি নাসিরনগরের খান্দুরা গ্রামের সৈয়দ আক্তার হুসাইনের বার্ষিক ওরস হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন এ দরবার শরিফে। গত শুক্রবার ভোরে ওরস থেকে ফেরার পথে চাপড়তলা-ছাতিয়াইন সড়কে ১৫-১৬ জনের ডাকাত দল প্রায় ৩০টি সিএনজি অটোরিকশা আটক করে যাত্রীদের সঙ্গে থাকা মোবাইল ফোনসহ মালামাল নিয়ে যায়। ডাকাতিতে বাধা দিলে ২০ জনকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় এক সিএনজিচালক বাদী হয়ে মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার মধ্য রাতে র?্যাব নাসিরনগরের আতুকুরা বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে আটক করা। আটকরা ২৭ জানুয়ারি ৩০টি সিএনজিচালিত অটোরিকশা ডাকাতির কথা স্বীকার করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর