শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বাবা-ছেলে খুনের ঘটনায় আটক ৪

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ সদরের চুরখাই এলাকায় বাবা-ছেলে খুনের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে চারজনকে আটক করেছে র‌্যাব-১৪। গাজীপুর ও সাভার এলাকা থেকে বৃহস্পতিবার বিকালে তাদের আটক করা হয়। র‌্যাব-১৪-এর সদর দফতরে গতকাল সংবাদ সম্মেলনে কোম্পানি অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মহিবুল হাসান খান এ তথ্য জানান।

তিনি বলেন, র‌্যাবের আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হত্যাকান্ডে জড়িত কামাল হোসেন,  তার স্ত্রী জাহানারাকে সাভারের বাইপাইল, কামাল হোসেনের জামাতা নাঈম ও কামাল হোসেনের ছেলে রিয়াদকে গাজীপুরের জয়দেবপুর থেকে আটক করে। আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে। এর আগে বুধবার বিকালে চুরখাই এলাকায় আবুল খায়েরের সঙ্গে প্রতিবেশী কামাল হোসেনের জমির বিরোধ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কামাল হোসেন তার সঙ্গীদের নিয়ে ধারালো দা, চাকু, বাঁশের লাঠি ও রড নিয়ে আবুল খায়েরকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে ছেলে ফরহাদসহ অন্যরা এগিয়ে এলে তাদেরও এলোপাতাড়ি মারধর করা হয়। স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের ময়মনসিংহ মেডিকেলে নিলে চিকিৎসক আবুল খায়ের ও তার ছোট ছেলে ফরহাদ হোসেনকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা হয়েছে।

সর্বশেষ খবর