রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দুই পরিবারের নয় সদস্য হাসপাতালে

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে অচেতন হয়ে মা-মেয়েসহ দুই পরিবারের নয়জন মহিলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। গতকাল দুপুরে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয়। উপজেলার সাপিয়াচালা গ্রামে এ ঘটনা ঘটেছে। মা শাহিদা আক্তার (৪০), মেয়ে খাদিজা আক্তার (১৪), নূপুর আক্তার (১৫), খালা খাতুন (৪৫), বাছিরন আক্তার (৬০), আরজিনা আক্তার (২০), মল্লিকা আক্তার (২১), কুলসুম আক্তার (২২) ও রুজিনা আক্তারকে (১৭) সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ট্যাংকির পানি পান করে অচেতন হয়েছে বলে ওই দুই পরিবারের দাবি। জানা যায়, সকালের খাবার খাওয়ার পর থেকেই বাড়ির মহিলারা পর্যায়ক্রমে ঘুমিয়ে পড়ে। দীর্ঘক্ষণ ডাকাকাকির পরে কোনো সাড়া-শব্দ না করায় আবু সাঈদ তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা. আবদুল আহাদ বলেন, ধারণা করা হচ্ছে খাবারের সঙ্গে চেতনানাশক কোনো কিছু খাওয়ানো হয়েছে। অচেতন হয়ে ভর্তি হওয়া সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আশা করছি খুব দ্রুত সময়ে তারা সুস্থ হয়ে উঠবে।

সর্বশেষ খবর