সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নিজস্ব ঠিকানায় হকার্স মার্কেটের ব্যবসায়ীরা

হবিগঞ্জ প্রতিনিধি

দীর্ঘ ১১ বছর পর আপন ঠিকানায় ফিরেছেন হবিগঞ্জ শহরের হকার্স মার্কেটের ব্যবসায়ীরা। হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবিগঞ্জ পৌর শ্মশানঘাটের সামনে হকার্স মার্কেটে তাদের পুনর্বাসন করা হয়েছে। পৌর হকার্স মার্কেট ভবনের গতকাল আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট আবু জাহির। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র আতাউর রহমান সেলিম, সরকারি বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ জালাল বখত চৌধুরী, জাতীয় পার্টি নেতা শংকর পাল ও হবিগঞ্জ জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল মোছাব্বির বকুল প্রমুখ। সূত্র জানান, ২০১২ সাল থেকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে নজীর মার্কেটের সামনে পৌরসভায় জায়গায় দোকান নির্মাণ করে অস্থায়ীভাবে পুরান কাপড়ের ব্যবসা করে আসছিলেন প্রায় ৬৫ জন ব্যবসায়ী।

যদিও ৩৬ জন ব্যবসায়ীর তালিকা দেখিয়ে তাদের কাছ থেকে নামে-বেনামে উত্তোলন করা হয় লাখ লাখ টাকা। পৌরসভার ফান্ডে কোনো টাকা জমা দেওয়া হয়নি। সিন্ডিকেটের মাধ্যমে একটি মহল এসব টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে মেয়র আতাউর রহমান সেলিম পৌরসভার জায়গা উদ্ধারে তৎপরতা শুরু করেন। শায়েস্তানগরে হকার্স মার্কেটের জায়গা উদ্ধার করেন এবং হকার্স ব্যবসায়ীদের স্থায়ীভাবে পুনবার্সন করতে পৌর হকার মার্কেট নির্মাণ করেন।

 

সর্বশেষ খবর