মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

চার দিন পর যুবকের লাশ ফেরত দিল ভারতীয় পুলিশ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

বিএসএফের গুলিতে নিহত হওয়ার চার দিন পর বাংলাদেশি যুবক সাহাবুল হোসেন বাবুর (২৪) লাশ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। সব প্রক্রিয়া শেষে গতকাল সন্ধ্যায় হিলি চেকপোস্ট শূন্যরেখা দিয়ে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতের হিলি থানার এসআই প্রিতম সিং বাংলাদেশের হাকিমপুর থানার এসআই হাসিনুর রহমানের কাছে লাশ তুলে দেন। এ সময় হাকিমপুরের ইউএনও নূর এ আলম, পৌর মেয়র জামিল হোসেন, হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া, ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর ব্রোজেন সিং, বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুব হোসেন, ভারতের হিলি অভিবাসন পুলিশের ওসি শিপ্রা রায় প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় পথ ভুলে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভারতে যান সাহাবুল হোসেন নামের ওই যুবক। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

সর্বশেষ খবর