বুধবার, ১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

খেলার মাঠ পাচ্ছেন ভিক্টোরিয়ার ২৬ হাজার শিক্ষার্থী

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ২৬ হাজার শিক্ষার্থী দুই দশক পর খেলার মাঠ পাচ্ছেন। কলেজ দুই ভাগে বিভক্ত উচ্চমাধ্যমিক ও ডিগ্রি শাখায়। নগরীর কান্দিরপাড়ে অবস্থিত উচ্চমাধ্যমিক শাখায় প্রায় আড়াই হাজার শিক্ষার্থী। ধর্মপুরে ডিগ্রি শাখায় প্রায় ২৬ হাজার শিক্ষার্থী। ডিগ্রি শাখার মাঠটি এতদিন জলাবদ্ধ ছিল। কচুরিপানা আর কচুগাছ প্রতিযোগিতা দিয়ে বাড়ত। এখন সেখানে মাটি ভরাট শেষ পর্যায়ে। কর্তৃপক্ষের আশা, মাসখানেকের মধ্যে ডিগ্রি শাখার মাঠটি প্রাণ ফিরে পাবে। শিক্ষার্থীদের উচ্ছ্বাসে সরগরম থাকবে মাঠ। এ নিয়ে খুশি শিক্ষার্থীরা। সূত্রমতে, ১৮৯৯ সালে প্রতিষ্ঠা লাভ করে ভিক্টোরিয়া কলেজ। ১৯৬০ সালে মূল শাখা থেকে তিন কিলোমিটার দূরে ধর্মপুর এলাকায় ডিগ্রি ক্যাম্পাস স্থাপন করা হয়। স্নাতক-স্নাতকোত্তর ও ডিগ্রি অধ্যয়নরত ২২টি বিভাগের প্রায় ২৬ হাজার শিক্ষার্থীর জন্য খেলার মাঠ নেই।

কলেজের শিক্ষার্থী পিংকী গোস্বামী বলেন, মাঠ না থাকায় ঘরোয়া খেলাধুলা আর মোবাইল ফোন নিয়ে সময় অতিবাহিত করে শিক্ষার্থীরা। ডিগ্রি শাখার খেলার মাঠ সংস্কার হচ্ছে। এটা আশাব্যঞ্জক খবর। আবু সাঈদ সানি বলেন, এখানে জলাবদ্ধতার কারণে মশার আবাস গড়ে ওঠে। মশার কারণে হলে শিক্ষার্থীরা থাকতে পারছেন না। মাঠটি সংস্কার হলে ২৬ হাজার শিক্ষার্থী ক্রীড়া চর্চার সুযোগ পাবে। এ জন্য কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। কুমিল্লার ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ২৮ শিক্ষার্থীর খেলার মাঠ নেই, তা দুঃখজনক। এক সময় ভিক্টোরিয়ার কলেজ ক্রিকেট টিমের সুনাম ছিল। মাঠ সংস্কার করে শিক্ষার্থীদের মাঠে ফিরিয়ে আনতে হবে। এতে তারা শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ পাবে। কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মৃণালকান্তি গোস্বামী বলেন, এ মাঠে আগে খেলা হতো। বাইরের পানি এসে এটাকে জলাবদ্ধ করে। বর্তমান অধ্যক্ষ ড. আবু জাফর খান মাঠ ভরাটের কাজটি সম্পন্নের চেষ্টা করছেন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, খেলার মাঠে জলাবদ্ধতার এ সমস্যাটি বহু বছর ধরে। ধর্মপুর এলাকায় অপরিকল্পিত বাড়িঘরের কারণে এ সমস্যাটি হচ্ছে। আমাদের সীমিত সামর্থ্য দিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। সঙ্গে সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও জেলা পরিষদ সহযোগিতা করছে।

সর্বশেষ খবর