লালমনিরহাটের পাঁচ উপজেলায় পাঁচ মাস ধরে বৃষ্টিপাত না হওয়ায় ফসলের চাষাবাদে বিরূপ প্রভাব পড়ার শঙ্কায় রয়েছেন লক্ষাধিক কৃষক। বৃষ্টির দেখা না পেয়ে হতাশায় ভুগছেন কৃষকরা। বৃষ্টিপাত না হওয়ায় ফসলের চাষাবাদে বিরূপ প্রভাব পড়ার শঙ্কা দেখা দিয়েছে। ফলে খরার ঝুঁকিতে পড়েছে এ অঞ্চল। জানা গেছে, গত বছরের নভেম্বর, ডিসেম্বর এবং চলতি জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এ অঞ্চলে বৃষ্টিপাতের হার শূন্যের কোঠায়। খরার কারণে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে পারে কৃষি ক্ষেত্রে। বাড়তি খরচের পাশাপাশি দুর্ভোগে পড়তে পারেন কৃষকরা। জেলাজুড়ে বৃষ্টিপাত না হওয়ায় বোরো ধান, ভুট্টা, বিভিন্ন শাক সবজির আবাদ সেচনির্ভর হয়ে পড়েছে। এতে ভূ-গর্ভস্থ পানির ওপর চাপ বাড়ছে। জেলায় কয়েক লাখ কৃষক সেচযন্ত্র দিয়ে অপরিকল্পিতভাবে ভূগর্ভ থেকে পানি তুলছেন।