দিনাজপুরে খড়ের গাদার ভিতর থেকে জিয়াবুর রহমান নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার আগে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তাতীপাড়া গ্রামের একটি পুকুরপাড়ের খড়ের গাদার ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি সদর উপজেলার হরিহরপুর কাউয়াপাড়ার শাহাবুদ্দিন শাহ ড্রাইভারের ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে তাতীপাড়া গ্রামের পুকুর পাড়ে শিশুরা খেলাধুলার সময় খড়ের গাদার ভিতরে লাশ দেখতে পায়। পরে তারা স্থানীয়দের জানায়। স্থানীয়রা পুলিশকে জানালে লাশ সুরতহাল শেষে শুক্রবার সন্ধ্যায় এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন ওই যুবক বলে পারিবারিক সূত্রে জানা যায়। কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে কে বা কারা তাকে হত্যা করে তাতীপাড়া গ্রামের পুকুরের কাছে খড়ের গাদায় লাশ লুকিয়ে রেখেছে। ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।