রূপগঞ্জে সুমা আক্তার রহিমা (২৩) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তারাব পৌরসভার হাটিপাড়া এলাকার এক বাড়িতে গতকাল এই হত্যাকান্ড ঘটে। রহিমা নাটোরের গুরুদাসপুর উপজেলার আজাদ হোসেনের মেয়ে। ঘটনার পর থেকে তার স্বামী রফিক মিয়া পলাতক রয়েছেন। নিহতের মা নুরজাহান জানান, দেড় বছর আগে ডেমরা থানার সারুলিয়ার খোরশেদ বেপারীর ছেলে রফিক মিয়ার সঙ্গে সুমা আক্তার রহিমার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রী তারাব পৌরসভার হাটিপাড়া এলাকার কামাল উদ্দিনের বাড়িতে ভাড়া থাকছে। রফিক প্রায়ই রহিমার কাছে যৌতুক দাবি করতেন। টাকা না দেওয়ায় শারীরিকভাবে নির্যাতনও করতেন। রবিবার সকাল ১০টার দিকে রহিমাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর দরজা বন্ধ করে পালিয়ে যায় রফিক। রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।