বাগেরহাটকে বলা হয় নারিকেল গাছের রাজধানী। নারিকেল উৎপাদনে দেশের সব থেকে এগিয়ে থাকা জেলা বাগেরহাটে এখন নারিকেল নেই। এই জেলার মানুষের অন্যতম অর্থকরী ফসল হচ্ছে নারিকেল। এ জেলার প্রতিটি বাড়িতেই কম করে হলেও ২০টি নারিকেল গাছ রয়েছে। জেলার চাহিদা মিটানোর পাশাপাশি এর ওপর ভিত্তি করে জেলায় গড়ে উঠছে অনেক শিল্পপ্রতিষ্ঠান। নানা কারণে বর্তমানে নারিকেল গাছের ফলন কমতে শুরু করেছে। তার সঙ্গে নতুন করে শুরু হয়েছে হোয়াইট ফ্লাই পোকার আক্রমণ। বর্তমানে জেলার প্রায়ই প্রতিটি নারিকেল গাছে হোয়াইট ফ্লাই পোকা আক্রমণে নারিকেল গাছের ফলন কমেছে ৬০ শতাংশ। শুধু ফলন কমে যাওয়া নয় ২০১৯ সাল থেকে শুরু হওয়া হোয়াইট ফ্লাই পোকার আক্রমণ এখন মারাত্মক আকার ধারণ করেছে।
এর প্রভাবে মরতে শুরু করেছে নারিকেল গাছ। তবে জেলা কৃষি বিভাগ বলছে সংক্রমণ ঠেকাতে কৃষকদের একযোগে কীটনাশক প্রয়োগ করতে হবে। একযোগে কীটনাশক প্রয়োগ না করলে নারিকেল গাছের এ সংক্রমণ ঠেকানো যাবে না। পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।