মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

পুরনো শ্যালো মেশিনের কোটি টাকার বাজার

আবদুর রহমান টুলু, বগুড়া

পুরনো শ্যালো মেশিনের কোটি টাকার বাজার

বগুড়ায় পুরনো ও অচল শ্যালো মেশিন, পাওয়ার টিলার কেনাবেচার বাজার গড়ে উঠেছে। প্রতি মাসে হাজার হাজার মেশিন কেনাবেচা হয় এই বাজারে। পুরনো মেশিনের পার্টস গলিয়ে তা থেকে তৈরি হচ্ছে নুতন পণ্য। এই পণ্যই আবার ব্যবহার হচ্ছে কৃষিকাজে। ধীরে ধীরে এটি কোটি টাকার বাজারে পরিণত হয়েছে। এখানে শ্রমিক হিসেবে কাজ করে সংসার চালাচ্ছেন শত শত শ্রমিক।

জানা যায়, স্বাধীনতার আগে থেকে বগুড়ায় বিভিন্ন যন্ত্রাংশের খুচরা পার্টস তৈরি হতো। শহরের ফুলবাড়ী এলাকায় বিসিক শিল্প ও কাটনারপাড়াসহ কিছু এলাকায় এই পার্টস তৈরি করতেন কয়েকজন ওয়ার্কশপ মালিক-শ্রমিক। উত্তরের জেলাগুলো কৃষিনির্ভর হওয়ায় উৎপাদিত পণ্যের চাহিদাও বেড়ে যায়। পর্যায়ক্রমে এই শিল্পের বিকাশ এতটাই হয়েছে যে, এখন বগুড়ার সবচেয়ে বড় শিল্পকারখানায় রূপ নিয়েছে। শিল্পের কাঁচামাল হলো পুরাতন লোহা, বাসাবাড়িতে ভাঙা তৈজসপত্র, ছাদ ঢালাইয়ে ব্যবহৃত পুরাতন রড, পাওয়ার টিলারের বিভিন্ন যন্ত্রাংশ, লেদ মেশিন, গাড়ির বিভিন্ন লোহাজাতীয় পার্টস, টিউবওয়েল, লেদ ওয়ার্কশপের ফেলনা লোহার টুকরো, জাহাজ ভাঙার লোহা। এসব সংগৃহীত লোহা গলিয়ে তৈরি করা হয় শ্যালো মেশিন, পাওয়ার টিলারসহ বিভিন্ন কারখানার যন্ত্রাংশ। কৃষির জন্য ব্যবহৃত ফলা, শ্যালো মেশিনের পার্টস, পানি সেচের জন্য যন্ত্রাংশসহ কৃষিকাজের বিভিন্ন পার্টস। বগুড়ায় তৈরি এই পার্টস দেশের ্িবভিন্ন জেলায় বিক্রি হয়। আবার বিভিন্ন জেলা থেকেই পুরাতন ভাঙারি লোহা, ঢালাইয়ের লোহা সংগ্রহ করা হয়। প্রতি মাসে এই মার্কেটে কমপক্ষে ১ হাজার থেকে ১ হাজার ২০০ মেশিন কেনাবেচা হয়।

সর্বশেষ খবর