গাজীপুরের কোনাবাড়ি কুদ্দুসনগর এলাকা থেকে গতকাল আছমা আক্তার (৩৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী নুরু মিয়া পলাতক রয়েছেন। আছমা চট্টগ্রামের হালিশহরের মোস্তফার মেয়ে। তার স্বামী মানিকগঞ্জ সদর এলাকার নূরুল হক ওরফে নূরু। এদিকে টঙ্গীর মধ্য আরিচপুর এলাকা থেকে রাফি (১২) নামে এক মারদাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রাফি মধ্য আরিচপুরে কালু ভূঁইয়ার বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করত।