বুধবার, ১০ মে, ২০২৩ ০০:০০ টা

চার জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

প্রতিদিন ডেস্ক

চার জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

মুন্সীগঞ্জ, নাটোর, নীলফামারী ও ঢাকার কেরানীগঞ্জে গতকাল সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

মুন্সীগঞ্জ : সিরাজদিখান উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় কভার্ড ভ্যানের এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কভার্ড ভ্যানে থাকা আরও দুজন। গতকাল ভোরে উপজেলার কুচিয়ামোড়া ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। নিহত কভার্ড ভ্যানচালকের নাম ইব্রাহিম (৩৫)। তার বাড়ি ভোলা জেলায়। নাটোর : লালপুর উপজেলার নবীনগর গ্রামে গতকাল সকালে সড়ক পারাপারের সময় ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মাইশা খাতুন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মাইশা একই গ্রামের মোবারক হোসেনের মেয়ে। নীলফামারী : ডিমলার উপজেলার তিতপাড়ায় সকালে ট্রাক্টরের ধাক্কায় মারা গেছে শাহিন আলম (১৪) নামের এক স্কুলছাত্রের। শাহিন ওই এলাকার আজিজুল ইসলামের ছেলে ও জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল। ডিমলা থানার ওসি জানান, চালক মেরাজ ইসলামকে আটক ও ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। কেরানীগঞ্জ (ঢাকা) : বাবুবাজার ব্রিজে গতকাল ভোরে গাড়ির ধাক্কায় লোকমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহতের বাড়ি ভোলার দৌলতখান উপজেলায়।

সর্বশেষ খবর