দিনাজপুরের বিরামপুরে দুর্ঘটনায় নিহত যুবকের লাশ কবর থেকে তোলা হয়েছে। দুই মাস ১০ দিন আগে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছিল। পরে নিহতের স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে গতকাল লাশ তুলে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল লাশ তোলার বিষয়টি নিশ্চিত করেন বিরামপুরের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার। তিনি বলেন, ময়নাতদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে। মামলার বরাত দিয়ে বিরামপুর থানার ওসি জানান, গত ২৮ ফেব্রুয়ারি বেলাল ও তার দুই বন্ধু মোটরসাইকেলে বেড়াতে বের হন। রাতে তার স্ত্রীর ফোনে জানানো হয়, বেলাল মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১ মার্চ বেলালের মৃত্যু হয়। বিষয়টি দুর্ঘটনা হিসাবে ধরে নিয়ে ওই দিনই সুরতহাল ছাড়া তাকে দাফন করা হয়।