অপরাধমূলক কর্মকান্ড নিয়ন্ত্রণে দিনাজপুর শহরে স্থাপিত আড়াই শতাধিক সিসি ক্যামেরার সবই এখন অচল। ফলে বিভিন্ন ধরনের অপরাধ বেড়েছে বলে দাবি পৌর নাগরিকদের। পুলিশ প্রশাসন বলছে ক্যামেরাগুলো নতুন করে কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। অচল সিসি ক্যামেরা সচল করে নিরাপত্তা নিশ্চিত করার দাবি শহরবাসীর। পৌর বাসিন্দা আবু বকর সিদ্দিক, ফখরুল হাসান পলাশসহ কয়েকজন জানান, শহরবাসীর জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে ২০১৭ সালে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগের পক্ষ থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা বসানো হয়। পুলিশ সুপারের কার্যালয় থেকে মনিটরিং করা হতো এসব ক্যামেরা। এতে শহরের অপরাধমূলক কর্মকান্ড অনেকাংশেই কমে আসে। এখন ক্যামেরাগুলো অচল হওয়ায় নাগরিকদের নিরাপত্তা বিঘিœত হচ্ছে। দিনাজপুর চেম্বার সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী জানান, সিসিটিভি ক্যামেরা থাকায় শহরের ব্যবসাপ্রতিষ্ঠান ও বড় বড় শপিংমলে চুরি এবং মোটরসাইকেল ছিনতাই অনেকটা কমে গেছে। ক্যামেরাগুলো অকেজো হয়ে পড়ায় আবার চুরি ও ছিনতাই শুরু হয়েছে। দ্রুত ক্যামেরা পুনরায় স্থাপন করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের আহ্বান জানান তিনি।