ড্রেনের পানি নিষ্কাশন লাইন বন্ধ থাকায় বৃষ্টি হলেই রাস্তায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। এমন চিত্র দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মহদিপুর গ্রামের। জানা যায়, ফুলবাড়ীর খয়েরবাড়ী ইউনিয়নের মহদিপুর গ্রামের একমাত্র রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় গ্রামবাসী চলাচল করতে পারছেন না। এমনকি কৃষকের উৎপাদিত পণ্য বহনে চরম বিপাকে পড়তে হয়। গ্রামবাসীর দাবি, পাকা ড্রেন নির্মাণসহ রাস্তাটি পাকা করার। দাবি পূরণ হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে রক্ষা পাবেন তারা। সরেজমিনে দেখা যায়, মহদিপুর গ্রাম থেকে খয়েরবাড়ী ইউনিয়ন কার্যালয়সহ লক্ষ্মীপুর বাজার দিয়ে ফুলবাড়ী উপজেলা সদর ও বিরামপুর উপজেলার সদরে যাতায়াতের একমাত্র রাস্তাটি সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান, পানি নিষ্কাশনের কাঁচা ড্রেনটি ভরাট করে ওই গ্রামের এক ব্যক্তি মুরগির ফার্ম তৈরি এবং আরেকজন পুকুর খনন করেছেন। এতে পানি নিষ্কাশন লাইন বন্ধ হয়ে যায়। ফলে বৃষ্টি হলেই রাস্তায় জলাবদ্ধতা দেখা দিচ্ছে। পুকুর খননকারী গোফফার বলেন, তিনি নিজের জায়গায় পুকুর খনন করেছেন। একই কথা বলেন, খামার মালিক সাহাদুলও। খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান এনামুল হক বলেন, বর্ষার পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের চেষ্টা চলছে। জায়গার অভাবে ড্রেনটি করতে পারছি না। রাস্তার পাশ দিয়ে পাকা ড্রেন নির্মাণ করতে গেলে জমির মালিক সাহাদুল ও গোফফার বারবার বাধা সৃষ্টি করছেন। তাদের অনেক বোঝানোর পরও কাজ হয়নি। রাস্তাটি পাকা করার জন্য স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতরে আবেদন করা হয়েছে।