শনিবার, ১০ জুন, ২০২৩ ০০:০০ টা

গার্মেন্ট কর্মী মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে গার্মেন্ট কর্মী লিজা মনির মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে গতকাল বিক্ষোভ মানববন্ধন করেছেন স্বজন, এলাকাবাসী ও সহকর্মীরা। সিটি করপোরেশনের কাশিমপুর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সহকর্মী ও এলাকাবাসী জানান, গত ঈদুল ফিতরের দিন কাশিমপুর থানাধীন শৈলডুবি এলাকার বাবার বাসা থেকে স্বামীর বাসায় ফেরার পর লিজা মনির (১৯) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে লিজার স্বামীকে অভিযুক্ত করে থানায় মামলা করা হয়। নিহতের বাবা মনির হোসেন জানান, লিজার কাছে যৌতুক দাবি করছিল তার স্বামী শামীম। যৌতুক না পেয়ে স্বামী, শাশুড়ি এবং ননদ প্রায়ই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। শামীমের পরিবার লিজার মৃত্যুকে আত্মহত্যা বলে প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার ওসি সৈয়দ রফিউল করিম জানান, মৃতের স্বামীকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন। লিজার মৃত্যুর প্রকৃত কারণ এখনো উদঘাটন হয়নি, তদন্ত চলছে।

সর্বশেষ খবর