নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের জমি দখলবাজি কোনোভাবেই বন্ধ হচ্ছে না। প্রভাবশালীদের সঙ্গে এবার সৈয়দপুর পৌর কর্তৃপক্ষ রেলের জমি দখলে মাঠে নেমেছে। ক্ষণস্থায়ী নয়, একেবারে স্থায়ী অবকাঠামো গড়ে তুলছে পৌর কর্তৃপক্ষ। এটি ঘটেছে পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া রেল কলোনিতে। এ অবকাঠামো নির্মাণে পৌরসভার ব্যয় হচ্ছে ৩ লাখ ২০ হাজার টাকা। পৌরসভার দখলবাজি দেখে পৌর সবজিবাজার সংলগ্ন এলাকায়ও রেলের জমির ওপর মার্কেট নির্মাণ চলছে। এটি করছেন মাহমুদ হাসান মাসুম ডাক্তার। তবে তার কাছে জানতে চাইলে বলেন, এটি শহীদ-এ-আজম সবজিবাজার ইমামবাড়ার জায়গা। ইমামবাড়ার উন্নয়নে মার্কেট নির্মাণ করা হচ্ছে। সরেজমিনে এমনও দেখা যাচ্ছে, যারা আগে এক তলা ভবন করেছিল, সেই ভবনকেই বহুতল ভবন বর্তমানে করা হচ্ছে। রেলের জমি দখলবাজির খবর মিডিয়ায় প্রচার হলে দু-এক দিনের জন্য নড়েচড়ে বসে রেলওয়ে কর্তৃপক্ষ। কদাচিৎ রেলওয়ের ভূসম্পদ কর্তারা সরেজমিনে তদন্ত করে চলে যান। পরে আবার সাবেকি অবস্থা ফিরে আসে। ১৮ আগস্ট রেলওয়ের ভূসম্পদ বিভাগের ৮ নম্বর কাচারির কানুনগো জিয়াউল হক ঘটা করে সৈয়দপুরে এসেছিলেন দখলবাজির ঘটনা সরেজমিনে দেখতে। তিনি চলে যাওয়ার এক দিন পর ২০ আগস্ট থেকে আবার চলছে পুরোদমে দখলবাজি। অভিযোগ রয়েছে, দখলবাজরা ভূসম্পদ কর্মকর্তাদের সঙ্গে সখ্য রেখেই অপকর্ম অব্যাহতভাবে পরিচালনা করেন। সৈয়দপুরে রেলওয়ের কোয়ার্টার ও পতিত ভূসম্পদ দেখভালের দায়িত্বে আছেন রেলওয়ের পূর্ত বিভাগের কর্মকর্তা ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম ও সহকারী নির্বাহী প্রকৌশলী কাজী ওয়ালী-উল হক। এ দুই কর্মকর্তারও মনিটরিং চোখে পড়ার মতো নয়। রয়েছে রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী। এ বাহিনীকে সহযোগিতা করার জন্য আছে রেলওয়ে পুলিশ। সব ধরনের জনবল রেলওয়ের থাকা সত্ত্বেও অবৈধ দখলদার ঠেকানো সম্ভব হচ্ছে না। আবার অবৈধ দখলে লিপ্ত হন সরকার দলীয় স্থানীয় প্রভাবশালী নেতারা।
শিরোনাম
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে রেলের জমি দখলের অভিযোগ
সৈয়দপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর