নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের জমি দখলবাজি কোনোভাবেই বন্ধ হচ্ছে না। প্রভাবশালীদের সঙ্গে এবার সৈয়দপুর পৌর কর্তৃপক্ষ রেলের জমি দখলে মাঠে নেমেছে। ক্ষণস্থায়ী নয়, একেবারে স্থায়ী অবকাঠামো গড়ে তুলছে পৌর কর্তৃপক্ষ। এটি ঘটেছে পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া রেল কলোনিতে। এ অবকাঠামো নির্মাণে পৌরসভার ব্যয় হচ্ছে ৩ লাখ ২০ হাজার টাকা। পৌরসভার দখলবাজি দেখে পৌর সবজিবাজার সংলগ্ন এলাকায়ও রেলের জমির ওপর মার্কেট নির্মাণ চলছে। এটি করছেন মাহমুদ হাসান মাসুম ডাক্তার। তবে তার কাছে জানতে চাইলে বলেন, এটি শহীদ-এ-আজম সবজিবাজার ইমামবাড়ার জায়গা। ইমামবাড়ার উন্নয়নে মার্কেট নির্মাণ করা হচ্ছে। সরেজমিনে এমনও দেখা যাচ্ছে, যারা আগে এক তলা ভবন করেছিল, সেই ভবনকেই বহুতল ভবন বর্তমানে করা হচ্ছে। রেলের জমি দখলবাজির খবর মিডিয়ায় প্রচার হলে দু-এক দিনের জন্য নড়েচড়ে বসে রেলওয়ে কর্তৃপক্ষ। কদাচিৎ রেলওয়ের ভূসম্পদ কর্তারা সরেজমিনে তদন্ত করে চলে যান। পরে আবার সাবেকি অবস্থা ফিরে আসে। ১৮ আগস্ট রেলওয়ের ভূসম্পদ বিভাগের ৮ নম্বর কাচারির কানুনগো জিয়াউল হক ঘটা করে সৈয়দপুরে এসেছিলেন দখলবাজির ঘটনা সরেজমিনে দেখতে। তিনি চলে যাওয়ার এক দিন পর ২০ আগস্ট থেকে আবার চলছে পুরোদমে দখলবাজি। অভিযোগ রয়েছে, দখলবাজরা ভূসম্পদ কর্মকর্তাদের সঙ্গে সখ্য রেখেই অপকর্ম অব্যাহতভাবে পরিচালনা করেন। সৈয়দপুরে রেলওয়ের কোয়ার্টার ও পতিত ভূসম্পদ দেখভালের দায়িত্বে আছেন রেলওয়ের পূর্ত বিভাগের কর্মকর্তা ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম ও সহকারী নির্বাহী প্রকৌশলী কাজী ওয়ালী-উল হক। এ দুই কর্মকর্তারও মনিটরিং চোখে পড়ার মতো নয়। রয়েছে রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী। এ বাহিনীকে সহযোগিতা করার জন্য আছে রেলওয়ে পুলিশ। সব ধরনের জনবল রেলওয়ের থাকা সত্ত্বেও অবৈধ দখলদার ঠেকানো সম্ভব হচ্ছে না। আবার অবৈধ দখলে লিপ্ত হন সরকার দলীয় স্থানীয় প্রভাবশালী নেতারা।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল