নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের জমি দখলবাজি কোনোভাবেই বন্ধ হচ্ছে না। প্রভাবশালীদের সঙ্গে এবার সৈয়দপুর পৌর কর্তৃপক্ষ রেলের জমি দখলে মাঠে নেমেছে। ক্ষণস্থায়ী নয়, একেবারে স্থায়ী অবকাঠামো গড়ে তুলছে পৌর কর্তৃপক্ষ। এটি ঘটেছে পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া রেল কলোনিতে। এ অবকাঠামো নির্মাণে পৌরসভার ব্যয় হচ্ছে ৩ লাখ ২০ হাজার টাকা। পৌরসভার দখলবাজি দেখে পৌর সবজিবাজার সংলগ্ন এলাকায়ও রেলের জমির ওপর মার্কেট নির্মাণ চলছে। এটি করছেন মাহমুদ হাসান মাসুম ডাক্তার। তবে তার কাছে জানতে চাইলে বলেন, এটি শহীদ-এ-আজম সবজিবাজার ইমামবাড়ার জায়গা। ইমামবাড়ার উন্নয়নে মার্কেট নির্মাণ করা হচ্ছে। সরেজমিনে এমনও দেখা যাচ্ছে, যারা আগে এক তলা ভবন করেছিল, সেই ভবনকেই বহুতল ভবন বর্তমানে করা হচ্ছে। রেলের জমি দখলবাজির খবর মিডিয়ায় প্রচার হলে দু-এক দিনের জন্য নড়েচড়ে বসে রেলওয়ে কর্তৃপক্ষ। কদাচিৎ রেলওয়ের ভূসম্পদ কর্তারা সরেজমিনে তদন্ত করে চলে যান। পরে আবার সাবেকি অবস্থা ফিরে আসে। ১৮ আগস্ট রেলওয়ের ভূসম্পদ বিভাগের ৮ নম্বর কাচারির কানুনগো জিয়াউল হক ঘটা করে সৈয়দপুরে এসেছিলেন দখলবাজির ঘটনা সরেজমিনে দেখতে। তিনি চলে যাওয়ার এক দিন পর ২০ আগস্ট থেকে আবার চলছে পুরোদমে দখলবাজি। অভিযোগ রয়েছে, দখলবাজরা ভূসম্পদ কর্মকর্তাদের সঙ্গে সখ্য রেখেই অপকর্ম অব্যাহতভাবে পরিচালনা করেন। সৈয়দপুরে রেলওয়ের কোয়ার্টার ও পতিত ভূসম্পদ দেখভালের দায়িত্বে আছেন রেলওয়ের পূর্ত বিভাগের কর্মকর্তা ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম ও সহকারী নির্বাহী প্রকৌশলী কাজী ওয়ালী-উল হক। এ দুই কর্মকর্তারও মনিটরিং চোখে পড়ার মতো নয়। রয়েছে রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী। এ বাহিনীকে সহযোগিতা করার জন্য আছে রেলওয়ে পুলিশ। সব ধরনের জনবল রেলওয়ের থাকা সত্ত্বেও অবৈধ দখলদার ঠেকানো সম্ভব হচ্ছে না। আবার অবৈধ দখলে লিপ্ত হন সরকার দলীয় স্থানীয় প্রভাবশালী নেতারা।
শিরোনাম
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে রেলের জমি দখলের অভিযোগ
সৈয়দপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর