নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের জমি দখলবাজি কোনোভাবেই বন্ধ হচ্ছে না। প্রভাবশালীদের সঙ্গে এবার সৈয়দপুর পৌর কর্তৃপক্ষ রেলের জমি দখলে মাঠে নেমেছে। ক্ষণস্থায়ী নয়, একেবারে স্থায়ী অবকাঠামো গড়ে তুলছে পৌর কর্তৃপক্ষ। এটি ঘটেছে পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া রেল কলোনিতে। এ অবকাঠামো নির্মাণে পৌরসভার ব্যয় হচ্ছে ৩ লাখ ২০ হাজার টাকা। পৌরসভার দখলবাজি দেখে পৌর সবজিবাজার সংলগ্ন এলাকায়ও রেলের জমির ওপর মার্কেট নির্মাণ চলছে। এটি করছেন মাহমুদ হাসান মাসুম ডাক্তার। তবে তার কাছে জানতে চাইলে বলেন, এটি শহীদ-এ-আজম সবজিবাজার ইমামবাড়ার জায়গা। ইমামবাড়ার উন্নয়নে মার্কেট নির্মাণ করা হচ্ছে। সরেজমিনে এমনও দেখা যাচ্ছে, যারা আগে এক তলা ভবন করেছিল, সেই ভবনকেই বহুতল ভবন বর্তমানে করা হচ্ছে। রেলের জমি দখলবাজির খবর মিডিয়ায় প্রচার হলে দু-এক দিনের জন্য নড়েচড়ে বসে রেলওয়ে কর্তৃপক্ষ। কদাচিৎ রেলওয়ের ভূসম্পদ কর্তারা সরেজমিনে তদন্ত করে চলে যান। পরে আবার সাবেকি অবস্থা ফিরে আসে। ১৮ আগস্ট রেলওয়ের ভূসম্পদ বিভাগের ৮ নম্বর কাচারির কানুনগো জিয়াউল হক ঘটা করে সৈয়দপুরে এসেছিলেন দখলবাজির ঘটনা সরেজমিনে দেখতে। তিনি চলে যাওয়ার এক দিন পর ২০ আগস্ট থেকে আবার চলছে পুরোদমে দখলবাজি। অভিযোগ রয়েছে, দখলবাজরা ভূসম্পদ কর্মকর্তাদের সঙ্গে সখ্য রেখেই অপকর্ম অব্যাহতভাবে পরিচালনা করেন। সৈয়দপুরে রেলওয়ের কোয়ার্টার ও পতিত ভূসম্পদ দেখভালের দায়িত্বে আছেন রেলওয়ের পূর্ত বিভাগের কর্মকর্তা ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম ও সহকারী নির্বাহী প্রকৌশলী কাজী ওয়ালী-উল হক। এ দুই কর্মকর্তারও মনিটরিং চোখে পড়ার মতো নয়। রয়েছে রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী। এ বাহিনীকে সহযোগিতা করার জন্য আছে রেলওয়ে পুলিশ। সব ধরনের জনবল রেলওয়ের থাকা সত্ত্বেও অবৈধ দখলদার ঠেকানো সম্ভব হচ্ছে না। আবার অবৈধ দখলে লিপ্ত হন সরকার দলীয় স্থানীয় প্রভাবশালী নেতারা।
শিরোনাম
- আগাম ফুলকপি-বাঁধাকপি চাষে অনেকের ভাগ্যের চাকা ঘুরেছে
- বাগেরহাটের নতুন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন
- ভিয়েতনামে স্যান্ডউইচ খেয়ে ১৬২ জন হাসপাতালে ভর্তি
- শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু করল ইউজিসি
- চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি: বাণিজ্য উপদেষ্টা
- ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী
- ইজিবাইকের মোটরের সাথে ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু
- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের জরুরি নির্দেশনা
- ‘সুনামগঞ্জের ধান-চালে আর্সেনিকের উপস্থিতি সহনীয় মাত্রার চেয়ে অনেক কম’
- রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে ঐকমত্য হয় না : আমীর খসরু
- যুক্তরাষ্ট্রে সব এমডি-১১ কার্গো বিমান উড্ডয়ন বন্ধ
- বগুড়ায় থামছে না পেঁয়াজের ঝাঁজ, বিপাকে ক্রেতা
- পিএসসি ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ-জলকামান নিক্ষেপ
- ‘রাজনীতি করতে হলে শরীরের চেয়ে কলিজা বড় হতে হয়’
- উচ্চ মাধ্যমিকে টেস্ট পরীক্ষা ‘আপাতত’ নয়
- ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল
- পে-কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার : অর্থ উপদেষ্টা
- ৩১ দফা বাস্তবায়নে মোংলায় বিএনপির উঠান বৈঠক
- কেরানীগঞ্জে র্যাবের অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার
- বদলে যাচ্ছে পাকিস্তান সেনাপ্রধানের পদবি!
পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে রেলের জমি দখলের অভিযোগ
সৈয়দপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর