খাগড়াছড়ি জেলার দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয় উপজেলার প্রধান বিদ্যাপীঠ। এখানে শিক্ষার্থী সংখ্যা ৫৮০। বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকসহ শিক্ষকের পদ রয়েছে ২১টি। সেখানে কর্মরত আছেন কেবল পাঁচ শিক্ষক। এর মধ্যে বিজ্ঞান ও গণিতের কোনো শিক্ষকই নেই। দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র দেবজিৎ বড়ুয়া ও অর্ণব চৌধুরী বলে, আমরা বিজ্ঞান বিভাগে পড়ি। কিন্তু বিজ্ঞানের কোনো শিক্ষক নেই। ফিজিক্স, কেমেস্ট্রি, ম্যাথ, বায়োলজি পড়তে কষ্ট হচ্ছে। আমাদের পরীক্ষার রেজাল্ট খারাপ হচ্ছে। একই অবস্থা জেলার অন্য ৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়েও। সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার ১০টি সরকারি মাধ্যমিক উচ্চবিদ্যালয়ের মধ্যে ৭টিতেই প্রধান শিক্ষক নেই। এসব বিদ্যালয়ে ২৪২টি শিক্ষকের পদ রয়েছে। এর মধ্যে দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে ১০৫টি পদ। ফলে স্কুলগুলোতে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা কেউ কেউ সরকারি স্কুল ছেড়ে বেসরকারি স্কুলের দিকে ঝুঁকে পড়েছে। জেলা সদরে সরকারি উচ্চবিদ্যালয় রয়েছে দুটি। এর মধ্যে জেলা সদরের একমাত্র সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই দীর্ঘদিন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে কোনোরকমে চলছে স্কুলের কার্যক্রম। খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ে দীর্ঘদিন পর প্রধান শিক্ষক যোগদান করেছেন। এ স্কুলে দুটি শিফটে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪০০। এখানে ৫৪ শিক্ষকের পদের মধ্যে কর্মরত রয়েছেন ২৮ জন। এখানে শূন্য পদ ২৬টি। তবে প্রধান শিক্ষক এস এম মোসলেম উদ্দিনকে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। একই চিত্র পানছড়ি, মহালছড়ি, গুইমারা, রামগড়, লক্ষ্মীছড়ি, মাটিরাঙ্গা ও মানিকছড়ি উপজেলার মাধ্যমিক স্কুলগুলোতেও। শিক্ষক সংকটে শিক্ষার মান দিন দিন কমে যাচ্ছে। ব্যাহত হচ্ছে প্রায় ৭ হাজার শিক্ষার্থীর পাঠদান। অভিভাবকরা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর ফারুক হোসেন বলেন, নবম এবং দশম শ্রেণিতে গ্রুপ সাবজেক্ট পড়াতে কষ্ট হয়। সায়েন্স, ম্যাথ, বাংলার শিক্ষক নেই। সংকটের ফলে গেস্ট টিচার নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহা. এখতার আলী জানান, কিছু গেস্ট টিচার নিয়েছি। কিন্তু তাদের দিয়ে ক্লাস নেওয়া খুবই কঠিন হয়ে যাচ্ছে। গেস্ট টিচারদের ঠিকমতো সম্মানী দিতে পারি না। খাগড়াছড়ি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোসলেম উদ্দিন বলেন, বিপুলসংখ্যক শিক্ষকের পদ শূন্য থাকায় শ্রেণি পাঠদান মারাত্মকভাবে বিঘ্ন ঘটছে। শিক্ষক সংকটের তালিকা তৈরি করে শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে চিঠি দেওয়া হয়েছে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন