চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ শতাধিক গ্রাহকের কাছে ১ কোটি ৬১ লাখ টাকা পানির বিল বকেয়া রয়েছে। এতে বিপাকে পড়েছে পৌর কর্তৃপক্ষ। জানা গেছে, ভূগর্ভস্থ ও ভূ-উপরিস্থিত পানি শোধন করে ২০ হাজার ৪৮০ গ্রাহককে সরবরাহ করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। এই কর্মযজ্ঞ চালাতে প্রতি মাসে বিদ্যুৎ বিলসহ আনুষঙ্গিক খরচ হয় প্রায় ৩০ লাখ টাকা। আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের পানি সরবরাহ করে পৌরসভার আয় হওয়ার কথা ৪২ লাখ টাকা। কিন্তু অধিকাংশ গ্রাহক নিয়মিত পানির বিল পরিশোধ করেন না। সূত্র মতে, এসব গ্রাহকের ৫ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত বিল বকেয়া আছে। আগস্ট মাস পর্যন্ত পৌরসভার পানির বিল বকেয়া রয়েছে ১ কোটি ৬০ লাখ ৯৯ হাজার ৬১৯ টাকা। পরিসংখ্যান অনুযায়ী, এই পৌরসভার ৩ লাখেরও বেশি মানুষ সরবরাহকৃত পানির সুবিধা ভোগ করছেন। এসব গ্রাহকের দৈনিক পানির চাহিদা ২৭ হাজার ৭৪১ ঘন মিটার। চাহিদা পূরণ হয় ১৯ হাজার ৩১৭ ঘন মিটার। চাহিদার তুলনায় ৮ হাজার ৪২৪ ঘন মিটার পানি কম পাচ্ছেন পৌরবাসী। পরিসংখ্যান মতে, সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত আগস্ট মাসের পানির বিল পরিশোধ করেছেন মাত্র ২৫০ জন। এসব গ্রাহকের ৩৭ হাজার ২০৮ টাকা বিল বকেয়া থাকলেও পরিশোধ করেছেন ৩৪ হাজার ৬১১ টাকা। চলতি মাসে (এই রিপোর্ট লেখা পর্যন্ত) ২০ হাজার ২৩০ গ্রাহক পানির বকেয়া বিল পরিশোধ করেননি। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম বলেন, পৌরসভার নাগরিকদের সেবাগুলোর মধ্যে পানি সরবরাহ সেবা অন্যতম এবং পৌরসভার সাড়ে ৩ লাখ নাগরিক এই সেবার আওতাভুক্ত। তিনি আরও বলেন, প্রতি মাসে মোটা অংকের বিল বকেয়া থাকায় পানি সরবরাহ বিঘিœত হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র নাজনীন ফাতেমা জিনিয়া বলেন, আমাদের কাজ নাগরিকদের সেবা দেওয়া। তবে তারা যদি আমাদের সাহায্য না করে তাহলে পৌরসভা কাক্সিক্ষত সেবা দিতে পারবে না।
শিরোনাম
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে হবিগঞ্জে নৌ র্যালি
- জাবি স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাসে মোটরসাইকেলে প্রবেশ নিষেধ
বিল বকেয়া, বিঘ্ন পানি সরবরাহে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর