চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ শতাধিক গ্রাহকের কাছে ১ কোটি ৬১ লাখ টাকা পানির বিল বকেয়া রয়েছে। এতে বিপাকে পড়েছে পৌর কর্তৃপক্ষ। জানা গেছে, ভূগর্ভস্থ ও ভূ-উপরিস্থিত পানি শোধন করে ২০ হাজার ৪৮০ গ্রাহককে সরবরাহ করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। এই কর্মযজ্ঞ চালাতে প্রতি মাসে বিদ্যুৎ বিলসহ আনুষঙ্গিক খরচ হয় প্রায় ৩০ লাখ টাকা। আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের পানি সরবরাহ করে পৌরসভার আয় হওয়ার কথা ৪২ লাখ টাকা। কিন্তু অধিকাংশ গ্রাহক নিয়মিত পানির বিল পরিশোধ করেন না। সূত্র মতে, এসব গ্রাহকের ৫ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত বিল বকেয়া আছে। আগস্ট মাস পর্যন্ত পৌরসভার পানির বিল বকেয়া রয়েছে ১ কোটি ৬০ লাখ ৯৯ হাজার ৬১৯ টাকা। পরিসংখ্যান অনুযায়ী, এই পৌরসভার ৩ লাখেরও বেশি মানুষ সরবরাহকৃত পানির সুবিধা ভোগ করছেন। এসব গ্রাহকের দৈনিক পানির চাহিদা ২৭ হাজার ৭৪১ ঘন মিটার। চাহিদা পূরণ হয় ১৯ হাজার ৩১৭ ঘন মিটার। চাহিদার তুলনায় ৮ হাজার ৪২৪ ঘন মিটার পানি কম পাচ্ছেন পৌরবাসী। পরিসংখ্যান মতে, সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত আগস্ট মাসের পানির বিল পরিশোধ করেছেন মাত্র ২৫০ জন। এসব গ্রাহকের ৩৭ হাজার ২০৮ টাকা বিল বকেয়া থাকলেও পরিশোধ করেছেন ৩৪ হাজার ৬১১ টাকা। চলতি মাসে (এই রিপোর্ট লেখা পর্যন্ত) ২০ হাজার ২৩০ গ্রাহক পানির বকেয়া বিল পরিশোধ করেননি। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম বলেন, পৌরসভার নাগরিকদের সেবাগুলোর মধ্যে পানি সরবরাহ সেবা অন্যতম এবং পৌরসভার সাড়ে ৩ লাখ নাগরিক এই সেবার আওতাভুক্ত। তিনি আরও বলেন, প্রতি মাসে মোটা অংকের বিল বকেয়া থাকায় পানি সরবরাহ বিঘিœত হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র নাজনীন ফাতেমা জিনিয়া বলেন, আমাদের কাজ নাগরিকদের সেবা দেওয়া। তবে তারা যদি আমাদের সাহায্য না করে তাহলে পৌরসভা কাক্সিক্ষত সেবা দিতে পারবে না।
শিরোনাম
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট