চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ শতাধিক গ্রাহকের কাছে ১ কোটি ৬১ লাখ টাকা পানির বিল বকেয়া রয়েছে। এতে বিপাকে পড়েছে পৌর কর্তৃপক্ষ। জানা গেছে, ভূগর্ভস্থ ও ভূ-উপরিস্থিত পানি শোধন করে ২০ হাজার ৪৮০ গ্রাহককে সরবরাহ করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। এই কর্মযজ্ঞ চালাতে প্রতি মাসে বিদ্যুৎ বিলসহ আনুষঙ্গিক খরচ হয় প্রায় ৩০ লাখ টাকা। আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের পানি সরবরাহ করে পৌরসভার আয় হওয়ার কথা ৪২ লাখ টাকা। কিন্তু অধিকাংশ গ্রাহক নিয়মিত পানির বিল পরিশোধ করেন না। সূত্র মতে, এসব গ্রাহকের ৫ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত বিল বকেয়া আছে। আগস্ট মাস পর্যন্ত পৌরসভার পানির বিল বকেয়া রয়েছে ১ কোটি ৬০ লাখ ৯৯ হাজার ৬১৯ টাকা। পরিসংখ্যান অনুযায়ী, এই পৌরসভার ৩ লাখেরও বেশি মানুষ সরবরাহকৃত পানির সুবিধা ভোগ করছেন। এসব গ্রাহকের দৈনিক পানির চাহিদা ২৭ হাজার ৭৪১ ঘন মিটার। চাহিদা পূরণ হয় ১৯ হাজার ৩১৭ ঘন মিটার। চাহিদার তুলনায় ৮ হাজার ৪২৪ ঘন মিটার পানি কম পাচ্ছেন পৌরবাসী। পরিসংখ্যান মতে, সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত আগস্ট মাসের পানির বিল পরিশোধ করেছেন মাত্র ২৫০ জন। এসব গ্রাহকের ৩৭ হাজার ২০৮ টাকা বিল বকেয়া থাকলেও পরিশোধ করেছেন ৩৪ হাজার ৬১১ টাকা। চলতি মাসে (এই রিপোর্ট লেখা পর্যন্ত) ২০ হাজার ২৩০ গ্রাহক পানির বকেয়া বিল পরিশোধ করেননি। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম বলেন, পৌরসভার নাগরিকদের সেবাগুলোর মধ্যে পানি সরবরাহ সেবা অন্যতম এবং পৌরসভার সাড়ে ৩ লাখ নাগরিক এই সেবার আওতাভুক্ত। তিনি আরও বলেন, প্রতি মাসে মোটা অংকের বিল বকেয়া থাকায় পানি সরবরাহ বিঘিœত হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র নাজনীন ফাতেমা জিনিয়া বলেন, আমাদের কাজ নাগরিকদের সেবা দেওয়া। তবে তারা যদি আমাদের সাহায্য না করে তাহলে পৌরসভা কাক্সিক্ষত সেবা দিতে পারবে না।
শিরোনাম
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ
- দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপিত হবে : আইজিপি
- অনিয়ম দূর করতে প্রকল্পের টেন্ডার হবে অনলাইনে : পরিকল্পনা উপদেষ্টা
- যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
- গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন তারেক রহমান
- পরের রাউন্ডে ভালো খেলবে বাংলাদেশ : নান্নু
- বাংলাদেশে ফ্রান্স ভিসাসেবা চালু ভিএফএস গ্লোবালের
- বাংলাদেশকে গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভে যোগদানের আমন্ত্রণ চীনের
- অ্যাডিশনাল ডিআইজি জালাল উদ্দিন আহমেদের মৃত্যু
- খানসামায় ৬৮ কেজি গাঁজাসহ আটক ১
- হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সাত দফা দাবিতে লক্ষ্মীপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
বিল বকেয়া, বিঘ্ন পানি সরবরাহে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর