চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ শতাধিক গ্রাহকের কাছে ১ কোটি ৬১ লাখ টাকা পানির বিল বকেয়া রয়েছে। এতে বিপাকে পড়েছে পৌর কর্তৃপক্ষ। জানা গেছে, ভূগর্ভস্থ ও ভূ-উপরিস্থিত পানি শোধন করে ২০ হাজার ৪৮০ গ্রাহককে সরবরাহ করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। এই কর্মযজ্ঞ চালাতে প্রতি মাসে বিদ্যুৎ বিলসহ আনুষঙ্গিক খরচ হয় প্রায় ৩০ লাখ টাকা। আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের পানি সরবরাহ করে পৌরসভার আয় হওয়ার কথা ৪২ লাখ টাকা। কিন্তু অধিকাংশ গ্রাহক নিয়মিত পানির বিল পরিশোধ করেন না। সূত্র মতে, এসব গ্রাহকের ৫ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত বিল বকেয়া আছে। আগস্ট মাস পর্যন্ত পৌরসভার পানির বিল বকেয়া রয়েছে ১ কোটি ৬০ লাখ ৯৯ হাজার ৬১৯ টাকা। পরিসংখ্যান অনুযায়ী, এই পৌরসভার ৩ লাখেরও বেশি মানুষ সরবরাহকৃত পানির সুবিধা ভোগ করছেন। এসব গ্রাহকের দৈনিক পানির চাহিদা ২৭ হাজার ৭৪১ ঘন মিটার। চাহিদা পূরণ হয় ১৯ হাজার ৩১৭ ঘন মিটার। চাহিদার তুলনায় ৮ হাজার ৪২৪ ঘন মিটার পানি কম পাচ্ছেন পৌরবাসী। পরিসংখ্যান মতে, সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত আগস্ট মাসের পানির বিল পরিশোধ করেছেন মাত্র ২৫০ জন। এসব গ্রাহকের ৩৭ হাজার ২০৮ টাকা বিল বকেয়া থাকলেও পরিশোধ করেছেন ৩৪ হাজার ৬১১ টাকা। চলতি মাসে (এই রিপোর্ট লেখা পর্যন্ত) ২০ হাজার ২৩০ গ্রাহক পানির বকেয়া বিল পরিশোধ করেননি। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম বলেন, পৌরসভার নাগরিকদের সেবাগুলোর মধ্যে পানি সরবরাহ সেবা অন্যতম এবং পৌরসভার সাড়ে ৩ লাখ নাগরিক এই সেবার আওতাভুক্ত। তিনি আরও বলেন, প্রতি মাসে মোটা অংকের বিল বকেয়া থাকায় পানি সরবরাহ বিঘিœত হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র নাজনীন ফাতেমা জিনিয়া বলেন, আমাদের কাজ নাগরিকদের সেবা দেওয়া। তবে তারা যদি আমাদের সাহায্য না করে তাহলে পৌরসভা কাক্সিক্ষত সেবা দিতে পারবে না।
শিরোনাম
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
বিল বকেয়া, বিঘ্ন পানি সরবরাহে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর