ভবিষ্যতে দেশের সেরা সাঁতারু খুঁজে বের করার লক্ষ্যে গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে সাঁতার প্রতিযোগিতা। বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল সকালে গাইবান্ধার পৌর পার্কের পুকুরে বিভিন্ন বয়সের নয়টি ইভেন্টে ৫০ জন সাঁতারু অংশ নেয়। তাদের মধ্যে ২৭ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবদুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন।