শনিবার, ১১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

দুই ছিনতাইকারীকে পিটুনি দিয়ে পুলিশে দিলেন স্থানীয়রা

টঙ্গী প্রতিনিধি

দুই ছিনতাইকারীকে পিটুনি দিয়ে পুলিশে দিলেন স্থানীয়রা

গাজীপুরের টঙ্গী শিলমুন পশ্চিমপাড়া রেললাইন এলাকায় গতকাল সকালে ছিনতাইকালে দুজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। আটকরা হলেন- নাঈম (২৬) ও মামুন (২৩)। তারা টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ডের মরকুন পশ্চিমপাড়ায় বসবাস করেন। স্থানীয় বাসিন্দা মনির হোসেন সাগর জানান, শুক্রবার সকাল ৯টার দিকে শিলমুন পশ্চিমপাড়ায় রেললাইন পার হওয়ার সময় এক ব্যক্তির পথরোধ করে ছুরি মেরে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুই ব্যক্তি। তার চিৎকারে আশপাশের লোক এগিয়ে এসে ওই দুজনকে আটক করেন। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। আহত পথচারীকে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। এলাকাবাসী আরও জানান, প্রায়ই দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটছে টঙ্গীর বিভিন্ন স্থানে।

সর্বশেষ খবর