শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

যেভাবে শত্রুমুক্ত হয় নেত্রকোনা

নেত্রকোনা প্রতিনিধি

আজ ৯ ডিসেম্বর নেত্রকোনা শত্রুমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে হানাদারদের কবল থেকে মুক্তি লাভ করে নেত্রকোনা শহর। জানা যায়, ৮ ডিসেম্বর রাতে শহরের বর্তমান কৃষিফার্ম এলাকায় অবস্থান নিয়েছিলেন বাংলার দামাল ছেলেরা। ভোরের আলো ফুটতেই শুরু হয় তুমুল যুদ্ধ। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পাক বাহিনী ময়মনসিংহের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়। মরণপণ লড়াই করে নেত্রকোনা শহরকে হানাদারমুক্ত করেছিলেন সেদিন। সম্মুখ লড়াইয়ে শহীদ হয়েছিলেন আবু খাঁ, আবদুুস সাত্তার ও আবদুর রশিদ।

দিবসটি উপলক্ষে আজ সকালে মোক্তারপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে মিছিল বের হয়ে কালেক্টরেট প্রাঙ্গণে প্রজন্ম ৭১ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করবেন জেলা প্রশাসক শাহেদ পারভেজসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও সব স্তরের মানুষ। পরে পাবলিক হল মিলনায়তনে হবে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা ইউনিটের আয়োজনে আলোচনা সভা।

সর্বশেষ খবর