দিনাজপুরের চিরিরবন্দরে কংক্রিটের রাস্তা নির্মাণকাজ চলছে ধীরগতিতে। এ অবস্থায় বৃষ্টিপাতের ফলে সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছে সেখান দিয়ে চলাচলকারী যানবাহন-পথচারীসহ সর্বস্তরের মানুষ। স্কুল-কলেজের শিক্ষার্থীরা পড়েছে বেশি দুর্ভোগে। যানবাহন পড়ছে ব্যাপক যানজটে। ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে। দিনাজপুর-পার্বতীপুর সড়কের চিরিরবন্দর উপজেলার ঘুঘরাতলী বাজার ও মোড়, হাজিপাড়া মোড়, বেলতলী বাজার এলাকায় এ অবস্থা। চিরিরবন্দরের ঘুঘুরাতলী বাজারের ব্যবসায়ী আবদুল জলিল জানান, উপজেলার মধ্যে সবচেয়ে ব্যস্ততম রাস্তা ঘুঘরাতলী বাজার ও মোড় এলাকা। আশপাশে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। বিভিন্ন জেলার কয়েক হাজার শিক্ষার্থী এ এলাকায় থেকে পড়াশোনা করেন। বিভিন্ন যানবাহনসহ প্রচুর লোকের সমাগম হয়ে থাকে। রাস্তার বেহাল দশার কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ দিয়ে যানজট নিরসনে অনেক সময় লেগে যায়। অভিভাবকদের অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হয়। ব্যবস্যায়ীরাও চরম ভোগান্তিতে পড়ে। এ অবস্থা বেলতলী বাজারেও। অটোচালক মোকলেছুর রহমান জানান, রাস্তার একপাশে অল্প কয়মিটার ঢালাই দেওয়া আছে। বাকি অর্ধেক রাস্তায় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টির পানির কারণে সেখান দিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ অবস্থায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। একই কথা বলেন, রিকশাভ্যানচালক আশফাকুর রহমান বাবু, দুলাল হোসেন ও ব্যবসায়ী খলিলুর রহমান। বেলতলী বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুবা মোরশেদ মিমুসহ বিভিন্ন স্কুলের কয়েকজন শিক্ষার্থী বলেন, ভাঙাচোরা কর্দমাক্ত রাস্তার কারণে ইউনিফরম নষ্ট হয়ে যায়। তখন আর ক্লাসে মন বসে না। ওই অবস্থায় সারা দিন ক্লাস করে বাড়িতে ফিরতে হয়। এ কারণে আমরা খুব দুর্ভোগের শিকার হচ্ছি। দি হাঙ্গার প্রজেক্টের কর্মকর্তা মোরশেদ উল আলম বলেন, প্রশাসনকে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। চিরিরবন্দর ইউএনও এ কে এম শরীফুল হক বলেন, ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়েছে ও হচ্ছে। এ কাজটি উপজেলার আওতাভুক্ত নয়। যানজট এড়াতে ছয়জন আনসার সদস্য দেওয়া হয়েছে।
শিরোনাম
- নওগাঁয় গাঁজাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার
- যে পাঁচ কারণে জেন-জি আন্দোলন সামাল দিতে ব্যর্থ হয় নেপাল
- নেপালে লুট করা জিনিস বেচাকেনার বিরুদ্ধে সতর্কতা জারি
- রাকসু নির্বাচনে একাডেমিক ও দাফতরিক কার্যক্রম দু’দিন বন্ধ
- আওয়ামী লীগ ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না : ইলিয়াস
- আরাকান আর্মির কাছে বন্দি ১০৪ জন জেলে: বিজিবি সেক্টর কমান্ডার
- বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, স্নিগ্ধ বেকারিকে জরিমানা
- কুমিল্লা নগরীতে ভুতুড়ে বিলে দিশেহারা গ্রাহক
- স্ত্রীর পদবি গ্রহণ করতে পারবেন দক্ষিণ আফ্রিকার পুরুষরা
- ফাজিল স্নাতকের ফল প্রকাশ, পাশের হার ৯৫.০৫
- বগুড়ায় টাইফয়েড টিকার সমন্বয় সভা
- শেরপুরের বিভিন্ন কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
- যমুনা অভিমুখে শিক্ষকদের মিছিল, পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
- ভারতে বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনের কয়েকটি ধারা স্থগিত
- বাগেরহাটে হরতাল প্রত্যাহার করে নির্বাচন অফিস ঘেরাওয়ের ঘোষণা
- শুল্ক না কমালে ভারতের জন্য ব্যবসা করা কঠিন হবে, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি
- চুয়াডাঙ্গায় বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার
- সোনালী আঁশে ফিরছে সুদিন, খুশি দিনাজপুরের কৃষকরা
- নির্বাচন নিয়ে টালবাহানা সহ্য করা হবে না: খায়ের ভূঁইয়া
- শেখ হাসিনার মামলায় আর দু’একজনের সাক্ষ্য নেয়া হবে: চিফ প্রসিকিউটর