মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নাহারুল ইসলাম (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হয়। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নাহারুল ইসলাম বাওট গ্রামের কুরু বিশ্বাসের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে গাংনীতে বিজয় মিছিল বের করেন বাওট গ্রামের বিএনপি নেতা-কর্মীরা। ওই মিছিলে ছিলেন নাহারুল ইসলামের পরিবারের লোকজন। এর মধ্যে নাহারুলের ভাই বাওট বাধাগ্রস্ত বিদ্যালয়ের পরিচালক এনামুল হক ১০ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি গ্রামে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন। বিজয় মিছিলে এনামুলকে দেখে উত্তেজিত হন বাওট গ্রামের বিএনপি কর্মী উজ্জ্বল হোসেন। একপর্যায় এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের লোকজন রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে পাঠান। নাহারুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে নেওয়ার পথে নাহারুলের মৃত্যু হয়। সংঘর্ষে নিহতের খবর দিলেও ঘটনাস্থলে কোনো পুলিশ আসেনি। রাত দেড়টার দিকে নিহত নাহারুলের লাশ বাধ্য হয়ে গাংনী থানায় রেখে আসেন তার স্বজনরা। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের কর্মকর্তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।