শিরোনাম
শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয়ের নাম বদলালেন শিক্ষার্থীরা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় স্থাপিত বিশ্ববিদ্যালয়ের নাম বদলে দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়’র পরিবর্তে ‘নেত্রকোনা বিশ্ববিদ্যালয়’ ফলক টানিয়ে দিয়েছেন শহরের রাজুরবাজার অস্থায়ী (টিটিসি) ক্যাম্পাসে। এর আগে গতকাল বিকালে বিশ্ববিদ্যায় রেজিস্টার ড. মোহাম্মদ হারুন অর রশীদের কাছে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি দেন তারা। এতে নাম ফলক পরিবর্তনসহ ১১ দফা তুলে ধরা হয়। শিক্ষার্থীদের হাত থেকে রেজিস্টার স্মারকলিপি গ্রহণ করেন। পাশাপাশি বলেন, এটি প্রশাসনিক প্রক্রিয়া। শিক্ষার্থীদের দাবি খুনির নামে বিশ্ববিদ্যালয় থাকলে জাতি খুনিই হবে। একজন খুনি কখনো আইডল হতে পারে না। তাই তারা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় রেখেছেন।

সর্বশেষ খবর