অন্তর্বর্তী সরকারের মেয়াদ ছয় মাস এবং এ সরকারের কেউ পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন না সহ ৯ দফা দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন। গতকাল বিকালে কিশোরগঞ্জ শহরের ইসলামিয়া সুপার মার্কেট চত্বরে এক সমাবেশে ইসলামী আন্দোলনের নেতারা এই দাবিগুলো জানান। দলটির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আলমগীর হোসাইন তালুকদার সভাপতিত্ব করেন।
সভায় ইসলামী আন্দোলনের প্রতিটি নেতা-কর্মীকে জনগণের জানমাল রক্ষায় জাতির পাহারাদার হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। সভায় বক্তৃতা করেন দলটির জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রোকন উদ্দিন, সহ-সভাপতি মাওলানা এ বি এম এমদাদুল্লাহ, রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক মোস্তফা কামাল প্রমুখ।